বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতি মোকাবেলায় জরুরী মানবিক সহায়তা, রমজানের ঈদ উপলক্ষে দু:স্থ ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী হিসেবে এ নগদ অর্থ প্রদান করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার হিসেবে নগদ অর্থ পাচ্ছে বাঁশখালীর ৭ হাজার ৪ শত দুঃস্থ পরিবারকে ৩৭ লক্ষ টাকা। যা বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী শুক্রবার পুঁইছড়ি এবং কাথরিয়ায় বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। বাঁশখালীর ১৪টি ইউনিয়নে ৫শত পরিবার করে এবং পৌরসভায় ৪শত পরিবার মিলে ৭ হাজার ৪শত পরিবারকে পর্যায়ক্রমে আগামী ৩ মের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী হিসেবে এ নগদ অর্থ প্রদান করা হবে উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়। এদিকে পুঁইছড়ি ইউনিয়ন ও কাথারিয়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, পুঁইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলতানুল গণি চৌধুরী লেদু মিয়া, কাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান চৌধুরী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যসহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।