মহান বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে বাঁশখালীর সকল বৌদ্ধ বিহারে নানা আয়োজন করা হয় । অনুষ্টান মারঅর মধ্যে ছিল পঞ্চশীল ও অষ্টশীল প্রদান, সমবেত প্রার্থনা ও বুদ্ধ ধাতু প্রদক্ষিণ। এদিকে বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী সহ প্রশাসনিক কর্মকর্তারা বাঁশখালীর শীলকুপ জ্ঞানোদয় বিহার, কেন্দ্রীয় শীলকুপ চৈত্য বিহার, দক্ষিণ জলদী বিবেকারাম বিহার, জলদী ধর্মরতœ বিহার ও ধর্মচক্র প্রগতি বিহার পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন। মহান বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে শীলকুপ জ্ঞানোদয় বিহারে বুদ্ধ পুর্ণিমার মতবিনিময় সভা বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি ভদন্ত রাহুলপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী,থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিউল কবির, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আজিজুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সমরঞ্জন বড়ুয়া, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল্ ইসলাম,আওয়ামীলীগ নেতা জিল্লুল করিম শরীফি, বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া ,শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া, প্রকাশ বড়ুয়া, হিমেল বড়ুয়া প্রমুখ। এ সময় প্রধান অতিথি সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বাঁশখালীর প্রতিটি বৌদ্ধ বিহারে অনুদান ঘোষনা করেন এবং যে কোন সময় পাশে থাকার অঙ্গীকার করেন। তিনি বলেন বর্তমান সরকারের সকল ধর্মের সমান অধিকারে বিশ্বাসী। তাই আজ বুদ্ধ পুর্ণিমা দিবসে সারা দেশে নানা আয়োজনে শান্তি পুর্ণ পরিবেশে আয়োজন সম্পন্ন হচ্ছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন ।