বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে গরীব অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ উপলক্ষে বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাম্পাসের উদ্যোগে গরীব-অসহায় এতিম ও হাসপাতালে কর্মচারী পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল প্রতিটি প্যাকেটে ছিল চাউল, ছোলা, ডাল, তেল, আলু, পিঁয়াজ, লবণ, সেমাই ও চিনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার এর সভাপতিত্বে এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুল হক, ডা.আসিফুল হক, ডা.সাবরিনা জাহান মিলি, ডা.কানিজ ফাতেমা রুদবা, ডা.জিহান সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন শ্রেনীর কর্মকর্তারা। উল্লেখ্য, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলার এতিম,দুস্থ ও হাসপাতাল কর্মচারী পরিবারের মাঝে এর আগেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অসহায় ও দুস্থদের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ আরো অব্যাহত থাকবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার ।