বাঁশখালী পৌরসভার সৈয়দ বাহারুল্লাহপাড়ার মরহুম মাওলানা আবদুল মান্নান এর প্রথম পুত্র মাওলানা মোহাম্মদ ইয়াছিন (৩৬) আফ্রিকার মুজাম্বিকে জামাবেজিয়া প্রদেশে মিলান্জি শহরে শনিবার রাতে এবং বাংলাদেশ সময় রাত ১.৩০ মিনিটের দিকে ইন্তেকাল করেছেন( ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)। পরিবার ও প্রবাসী স্বজনদের সুত্রে জানা যায়, মোহাম্মদ ইয়াছিন এক সপ্তাহ আগে ম্যালেরিয়া হলে চিকিৎসার পর সুস্থ হয়ে উঠে। গত শনিবার রাতে হঠাৎ তার পা ফুলে গেলে বন্ধুবান্ধব ও সহকর্মীরা তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। জানা যায় মাওলানা মোহাম্মদ ইয়াছিন এর পরিবারে ৪ ভাই ও ২ বোন রয়েছে। অপরদিকে ইয়াছিন এর সংসারে স্ত্রী ও এক ছেলে এক মেয়ে রয়েছে। বিগত ২ বছর যাবত সে আফ্রিকার মুজাম্বিকে ব্যবসা বানিজ্য করছিল।