বাঁশখালীর প্রখ্যাত আলেম পীরে কামেল আল্লামা শাহ আবু বক্কর (৭২) চট্টগ্রামের ইউ.এস. টি বঙ্গবন্ধু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহিৃ রাজিউন) অসংখ্য আলেম গড়ার কারিগর বর্ষিয়ান আলেম ও প্রখ্যাত ওয়ায়েজ পীরে কামেল আল্লামা শাহ আবু বক্কর জেলার বাঁশখালী উপজেলার শীলক‚প ইউনিয়নে মনকিচর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট ওয়ায়েজ ও আলেমে দ্বীন। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য আলেমের ওস্তাদ ছিলেন তাছাড়া দেশ বিদেশের বিভিন্ন জায়গায় তিনি ওয়াজ নচিহত করতেন। এ প্রবীণ আলেমেদ্বীন বেশ কয়েকদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগ ছিলেন। হাজারো আলেমের ওস্তাদ প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা শাহ আবু বক্কর মৃত্যুকালে ৩ ছেলে ৬ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী ছাত্র-শিক্ষক রেখে গেছেন। মঙ্গলবার নিজ প্রতিষ্টিত শীলকুপ মনকিচর ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের ইন্তেকালে চট্টগ্রাম দারুল মা’রিফ মাদ্রাসার প্রধান পরিচালক পীরে কামেল আল্লামা সোলতান যওক নদভী,পটিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি আবদুল হালীম বোখারী, বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালীব সাদলী,চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদ্রাসার পরিচালক পীরে কামেল আল্লামা শাহ আবদুল জলীল সহ বিভিন্ন মাদ্রাসা পরিচালক সহ বিভিন্ন রাজনৈতিক , সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।