চট্টগ্রামের বাঁশখালীতে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভা বৃহস্পতিবার সকালে উপজেলা অফিসার্স কাবে অনুষ্টিত হয়। “আপনার অধিকার, আপনার দায়িত্ব, দুর্নীতিকে না বলুন ,এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি লায়ন শেখর দত্তের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। অনুষ্টানে বিশেষ অতিথি ও আলোচনায় অংশ নেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড.সমরঞ্জন বড়ুয়া, থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আজিজুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, মাওলানা আকতার হোসেন। এছাড়াও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম জসীম উদ্দিন, বাঁশখালী একাডেমীর পরিচালক সাংবাদিক কল্যাণ বড়ুয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ রিয়াজুল করিমের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধ করতে পরিবার থেকে জাগরন শুরু করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ও ভুমিকা রাখতে হবে। নীতি নৈতিকতার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা যায়। দুর্নীতি বিরোধী সংগীত পরিবেশন করেন প্রনব কুমার দাশ, সুকুমার মল্লিক, জুয়েল দেবদাশ ।