ঢাকা আহ্ছানিয়া মিশন (ডাম) এর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিইডিপি-৪ এর সাব কম্পোনেন্ট ২.৫ এর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম কর্মসূচী চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় ঢাকা আহছানিয়া মিশন মোট ২১০০ বিদ্যালয় বহির্ভূত শিক্ষার্থী নিয়ে ৭০ টি ঊপানুষ্ঠানিক শিখন কেন্দ্র পরিচালনার লক্ষ্য গতবছর ১ নভেম্বর থেকে বাস্তবায়ন করে আসছে। তার ধারাবাহিকতায় করোনা পরবর্তী বাঁশখালী উপজেলার অধীনে আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রামের শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৮ ডিসেম্বর মঙ্গলবার বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে ৭০ পদের বিপরীতে ১৮১ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। পরীক্ষায় সার্বক্ষনিক উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। ডাম এর বাঁশখালী উপজেলা প্রোগ্রাম ম্যানেজার নাসির উদ্দিনের সমন্বয়ে পরীক্ষা চলাকালীন কেন্দ্রে সার্বক্ষনিক উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুজ জামান, বাঁশখালী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের মনতোষ দাশ, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজীব কুমার দাশ, ঢাকা আহ্ছানিয়া মিশনের জেলা প্রোগ্রাম ম্যানেজার তাইজুল ইসলাম, দৈনিক আজাদী ও দেশ রুপান্তর এর সাংবাদিক কল্যাণ বড়ুয়া, বাঁশখালী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষক মাহমুদুল আলম, মো. ওসমান, রেজাউল হাসান, লক্ষণ দাশ, রতন দাশ, সেতু দে সহ স্ংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা। পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার মাধ্যমে ৭০ টি ঊপানুষ্ঠানিক শিখন কেন্দ্র পরিচালনার জন্য শিক্ষক হিসাবে নিয়োগ প্রদান করা হবে সুত্রে জানা যায় ।