শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে জাতীয় যুব দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পুকু‌রিয়া নাটমুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত‌্যা‌গের দাবী‌তে বিক্ষোভ বাঁশখালীর চা বাগানের নতুন স্কুল ভবনের নির্মানাধীন কক্ষ ভাংচুরের অভিযোগ বাঁশখালীতে ইপসার প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাঁশখালীতে সংঘরাজের স্মরণসভা ও উপসংঘরাজ ধর্মদর্শী মহাস্থবিরের সংবর্ধনা সভা বাঁশখালীতে ইপসার উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যনদের শপথ গ্রহন সম্পন্ন বাঁশখালীতে সাবেক সাংসদ সুলতান উল কবিরের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা বাঁশখালীতে পাহাড়ধসের ক্ষতি কমাতে কাজ করবে ইপসা ও সেভ দ্য চিলড্রেন বাঁশখালীতে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

বাঁশখালী পৌরসভার নির্বাচনে মেয়র সহ ৬২ জনের মনোনয়ন,তোফাইলের শোডাউন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৫৩১ জন পড়েছেন

চট্টগ্রামের বহুল আলোচিত বাঁশখালী পৌরসভার নির্বাচন ২০২২ সালের ১৬ জানুয়ারি অনুষ্টিত হবে। এ নির্বাচনে নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম বিতরন করলে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মেয়র পদে ২জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন ও সাধারন কাউন্সিলর পদে ৪৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বলে বাঁঁশখালী উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়। আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,বাঁশখালী পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এসএম তোফায়েল বিন হোছাইন বুধবার শোডাউন করে বাঁশখালীতে এসে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মতবিনিময় করেন এবং বৃহস্পতিবার বিকালে বাঁশখালী উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন অপর দিকে সাবেক প্রথম পৌর মেয়র ও বিএনপি নেতা কামরুল ইসলাম হোছাইনী চট্টগ্রাম থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এদিকে গতকাল পর্যন্ত বাঁশখালী পৌরসভা নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছে, তারা হলেন ১নং ওয়ার্ডে ৪ জন, ২নং ওয়ার্ডে ৮জন, ৩নং ওয়ার্ডে ১৩জন, ৪নং ওয়ার্ডে ৬জন, ৫নং ওয়ার্ডে ১০জন, ৬নং ওয়ার্ডে ৩জন, ৭নং ওয়ার্ডে ৫জন, ৮নং ওয়ার্ডে ৪জন, ৯নং ওয়ার্ডে ৫জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। অপরদিকে সংরক্ষিত ১,২,৩ ওয়ার্ডে ৪ জন, ৪,৫,৬ ওয়ার্ডে ৪ জন, ৭,৮,৯ ওয়ার্ডে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৪ জন। পৌরসভার ১১টি ভোট কেন্দ্র ২৬ হাজার ৯৮০ জন ভোটার রয়েছে। এ তালিকায় আরো সহ¯্রাধিক নতুন ভোটার সংযুক্ত হবে বলে জানান বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: ফয়সাল আলম। এদিকে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশীরা ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে তাদের বায়োডাটা যাচাই বাচাই করে বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী আস্তাভাজন হিসাবে পরিচিত উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,বাঁশখালী পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এসএম তোফায়েল বিন হোছাইন দলীয় মনোনয়ন প্রদান করলে তিনি দলের নেতাদের সাথে নিয়ে ঢাকায় আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান। পরে বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাত করে বুধবার বিকালে বাঁশখালী আগমন করলে পুকুরিয়া তৈলারদ্বীপ এলাকা থেকে শতাধিক গাড়ির বহরে শোডাউন সহকারে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।এ সময় উপজেলা যুবলীগের সভাপতি বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, শেখেরখীলের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, পৌরসভা যুবলীগের আহবায়ক মো: হামিদ উল্লাহ, মাহমুদুল ইসলাম, মাওলানা আকতার হোসেন সহ উপজেলা ও পৌরসভার পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সাথে ছিলেন। উল্লেখ্য বাঁশখালী উপজেলার ১৫ টি ইউনিয়নের মধ্যে সদর জলদী ইউনিয়নকে ২০০২ সালের ডিসেম্বরে পৌরসভায় উন্নীত করা হয়। পরবর্তীতে ২০০৩ সালের ১৫ই জানুয়ারী প্রথম পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন বিএনপি নেতা কামরুল ইসলাম হোছাইনী। পরবর্তীতে ২০০৪ সালের ৫ মে প্রথম নির্বাচনে প্রথম পৌর মেয়র হিসেবে নির্বাচিত হন বিএনপি নেতা কামরুল ইসলাম হোছাইনী। পরবর্তীতে ২০১১ সালের ১৮ ই জানুয়ারী নির্বাচনে আওয়ামীলীগের সমর্থন নিয়ে পৌর মেয়র নির্বাচিত হন শেখ ফখরুদ্দিন চৌধুরী। এরপর ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামীলীগের সমর্থন নিয়ে মেয়র নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী। বাঁশখালী পৌরসভা নির্বাচনের মেয়াদ শেষ হচ্ছে ১৮ ডিসেম্বর। বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফশীল অনুসারে মনোনয়ন পত্র দাখিলে শেষ দিন ১৫ ডিসেম্বর, বাছাই ২০ ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহার ২৭ ডিসেম্বর, ১৬ জানুয়ারি ভোট গ্রহন অনুষ্টিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
kallyan
error: Content is protected !!