রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী পৌরসভায় বিএনপি নেতা লেয়াকত আলীর উদ্যোগে গণ ইফতার বাঁশখালী প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন চট্টগ্রামে অষ্টপরিস্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন বাঁশখালী পৌরসভা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল বিএন‌পি নেতা লেয়াকত আলীর নেতৃ‌ত্বে বাঁশখালী ব‌্যাপী ইফতার ও দোয়া মাহফিল বাঁশখালীতে ইপসার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন বাঁশখালী‌তে “চারু”র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ বাঁশখালীর পৌরসভায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল বাঁশখালী উপজেলা জামায়াতের ইফতার মাহফিল বিশিষ্টজনের সম্মানে ইপসার উদ্যোগে “ভূমিধসের আগাম পদক্ষেপকে শক্তিশালীকরণে যুব নের্তৃত্ব ” শীর্ষক সংলাপ

বাঁশখালীতে আধুনিক ব্রোকলী চাষে সফল শীলকুপের রিপন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৫২ জন পড়েছেন

ব্রোকলী দেখতে অনেকটা বাঁধা কপির মত। কিন্তু সেটা কৃষি বিভাগের আধুনিক উদ্ধাবণ ব্রোকলী । খেতে সুস্বাধু- দেখতে ও সুন্দর তাই বাজারে চাহিদাও ও প্রচুর। আর সে ব্রোকলী প্রথম বারের মত চাষ করেন শীলকুপের রিপন তালুকদার। প্রথম চাষে বাজিমাত – মুখ দেখলেন লাভের আর আশা জাগালেন আরো নতুন করে চাষাবাদের। চট্টগ্রামের বাঁশখালী উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতা প্রশিক্ষণ নিয়ে প্রথমবারের মত উচ্চফলন শীল ফসল ব্রোকলী চাষ করে শীলকুপের রিপন তালুকদার। তাতেই তাক লাগানো সফলতা ও লাভবান হওয়ায় তার পাশাপাশি অন্য চাষীরা ও উচ্চ ফলন শীল ফসল ব্রোকলী চাষে আগ্রহ দেখাচ্ছে বলে সে জানায় । জানা যায় বাংলাদেশ সরকার এবং আইএফএডি এর যৌথ অর্থায়নে স্মলহোলডার এগ্রিকালচারাল কম্পপিটিভনেস প্রজেক্ট  এর আওতায় উচ্চমুল্য ফসল ব্রোকলী প্রদশনীর জন্য বাঁশখালীতে প্রথমবারের মত চাষের জন্য প্রগতিশীল কৃষক শীলকুপের রিপন তালুকদার এক কানি (৪০শতক) জমিতে চাষ শুরু করে। তাকে প্রায় ৩২ হাজার টাকা মত চাষাবাদে খরচ হলে ও সে প্রায় ৭৫ হাজার টাকার মত বিক্রি করেছে বলে সে জানায়। সাধারনত বাজারে খুচরা হিসাবে প্রতি কেজি ব্রোকলী ৬০/৭০ টাকা দামে বিক্রি করা যায়। সে আরো বলেন নতুন এ উচ্চফলন শীল ফসল ব্রোকলী যেহেতু আগে কেউ চাষ করেনি, আমি সাহস করে উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতায় স্মলহোলডার এগ্রিকালচারাল কম্পপিটিভনেস প্রজেক্ট (ঝঅঈচ) গ্রুপ এর হিসাবে চাষ করে সফলতা পেয়েছি। আমার এ চাষ দেখে অনেকে আগ্রহ প্রকাশ করছে আগামীতে আমি এ ব্রোকলী বড় পরিসরে করব বলে আশাবাদ ব্যক্ত করেন ।
বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, স্মলহোলডার এগ্রিকালচারাল কম্পপিটিভনেস প্রজেক্ট  প্রকল্পের মাধ্য এ গ্রপের সদস্যদের মাঝে উচ্চমুল্য ফসল চাষের কলাকৌশল ও বাজারজাত সর্ম্পকে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে থাকি। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বির্নিময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কৃষি ও কৃষকবান্ধব নীতি মালা এবং দক্ষ কৃষিমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে কাজ করে যাচ্ছি মাঠে প্রান্তরে। তিনি বাঁশখালীর কৃষির উন্নয়নে বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর সার্বিক সহযোগিতা ও আন্তরিকতায় কৃষিতে উত্তর উত্তর সমৃদ্ধি হচ্ছে বলে তিনি জানান ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
kallyan
error: Content is protected !!