চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও মদ সহ ৪জনকে আটক করেছে। রবিবার রাত ৮টায় থানা পুলিশের প্রদত্ত বার্তায় এ তথ্য জানা যায় । ইয়াবা ও মদ উদ্ধার সংক্রান্ত পৃথক ৪টি মামলা হয়েছে এবং মাদক ইয়াবা উদ্ধারে পুলিশের অভিযান অভ্যাহত থাকবে বলে জানান বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন । জানা যায়, বাঁশখালী থানার এসআই লিটন চাকমা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে বাঁশখালী প্রধান সড়কের পুঁইছড়ি ইউুনয়নের বাঁশখালী পেকুয়া প্রধান সড়কের বাঁশখালী- পেকুয়া সীমান্ত ব্রীজের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া ১ এক হাজার পিছ ইয়াবা সহ পোকখালী ইউনিয়নের নাইক্যংদিয়া এলাকার মৃত নেজাম উদ্দিন এর পুত্র ছৈয়দ করিম (৪২)কে গ্রেফতার করা হয়।
অপর অভিযানে একই এলাকা থেকে বাঁশখালী থানা পুলিশের এস আই মোঃ মাসুদ নেতৃত্বে ৫২ লিটার মদ সহ শীলকুপের মাইজপাড়ার মৃত লেদু মিয়ার পুত্র শাহাব উদ্দিন (৩৫), মৃত বজল আহমদের পুত্র আবদুল মালেক (২৮), বাঁশখালী থানা পুলিশের এস আই মোস্তফা কামালের নেতৃত্বে সাধনপুরের বানীগ্রাম এলাকা থেকে ৫০লিটার মদসহ মৃত আবদু সালামের পুত্র আক্তার হোসেন (৪৬), বাঁশখালী থানা পুলিশের এসআই দীপক কুমার সিংহ এর নেতৃত্বে বৈলছড়ি এলাকার স্বামী স্ত্রী অলি আহমদ (৪৫), স্ত্রী শাহানা আক্তারকে ১২০লিটার মদসহ আটক করে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন জানান অপরাধ নির্মুলে পুলিশের অভিযান অভ্যাহত থাকবে।