পহেলা বৈশাখ,বাংলা বর্ষবরণ ১৪২৯ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও উপজেলা শিল্পকলা একাডেমি,বাঁশখালীর পরিচালনা কমিটির সদস্য, প্রশিক্ষন শাখার শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত বর্ণ্যাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় প্রশিক্ষন শাখার চিত্রকলা বিভাগের প্রশিক্ষক অপরূপ দে কর্তৃক তৈরি মুখোশ, মডেল এবং সংগীত বিভাগের প্রশিক্ষক প্রনব সিকদার,সুকুমার মল্লিক, অঞ্জন চক্রবর্ত্তী( নাট্যপ্রশিক্ষক) ও শম্পাদাশ সহ শিক্ষার্থীদের কন্ঠে “এসো হে বৈশাখ “গানের সাথে তাপসের ঢোল বাদন শোভাযাত্রায় অন্যমাত্রা এনে দেয়। শোভাযাত্রা শেষে উপজেলা অফিসার্স কাব সংলগ্ন “উল্লাস ” পার্কের পাশে নববর্ষের সাজে সজ্জিত মঞ্চে উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্মসম্পাদক প্রনব কুমার সিকদারের নির্দেশনা ও পরিচালনায়, বাবলী দাশের সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আবহমান কালের বাংলা গান পরিবেশন করেন অঞ্জন চক্রবর্ত্তী, সুকুমার মল্লিক,শম্পা দাশ, সঞ্জয় রক্ষিত,সীমা মল্লিক,শারমিন আক্তার,শিল্পী মহাজন,নওয়াব আলী,আবদুল মোনাফ, প্রিয়ন্তি গুহ, শংকর বিশ্বাস ও যন্ত্র সংগীতে ছিলেন জুয়েল দেব দাশ,টিটু ধর পুলক, সুজন সুশীল,রনি দেব,বিনয় দাশ ও তাপস দাশ। সম্মেলক গান ও নৃত্য পরিবেশন করে একাডেমির সংগীত ও নৃত্য শাখার শিক্ষার্থীরা।
নৃত্য পরিচালনায় ছিলেন একাডেমির নৃত্য প্রশিক্ষক প্রিয়াংকা দাশ ও শিউলি মজুমদার। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি সাইদুজ্জামান চৌধুরী মহোদয় সহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক ,বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, মুক্তিযোদ্ধা আহমদ ছফা,উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: নুরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী, সরকারি আলাওল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোহাম্মদ সোলেমান, বাঁশখালী বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ দাশ,বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক ও সাংবাদিক কল্যাণ বড়ুয়া সহ উপস্থিত কর্মকর্তাবৃন্দ নববর্ষের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।