চট্টগ্রামের বাঁশখালীতে অবস্থিত বৌদ্ধ জনগনের একমাত্র সংগঠন বাঁশখালী বৌদ্ধ সমিতির কার্যনির্বাহী কমিটির সভা শুক্রবার বিকালে অনুষ্টিত হয়। বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি শিক্ষাবিদ রাহুলপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্টিত হয় মড়েল সরকারি প্রা/বিদ্যালয়ের হলরুমে।
সভায় আসন্ন বুদ্ধ পূর্ণিমা,সাংগঠনিক কার্যক্রম ও সমিতির কার্যনির্বাহী ও আজাবীন সদস্যদের নিয়ে সাধারন অধিবেশন করা সহ বিবিধ বিষয়ে আলোচনায় অংশ নেন মেত্তাপ্রিয় ভিক্ষু, শিক্ষক সুব্রত বিকাশ বড়ুয়া, রাহুল কান্তি বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া, প্রশান্ত কুমার বড়ুয়া, প্রধান শিক্ষক সনজিত কুমার বড়ুয়া, মৃদুল কান্তি বড়ুয়া, বাবুল বড়ুয়া,বিপন বড়ুয়া, প্রকাশ বড়ুয়া, সনজিত বড়ুয়া,অভি বড়ুয়া টিপু, অনু বড়ুয়া বাবু, সুজন বড়ুয়া, অমিত বড়ুয়া, উদিপ বড়ুয়া প্রমুখ।