মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে ইপসার উদ্যোগে সেফগাডিং এন্ড জেন্ডার ইনক্লুশন প্রশিক্ষণ বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের পদোন্নতিতে বিদায় সংবর্ধনা বাঁশখালীতে মাংস প্রক্রিয়াজাত বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে ৮ হাজার কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ বাঁশখালীতে সহকারি শিক্ষিকা স‌বিতা সে‌নের রাজকীয় বিদায় বাঁশখালী‌তে ইপসার উদ্যোগে স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন বাঁশখালীতে জাতীয় যুব দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পুকু‌রিয়া নাটমুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত‌্যা‌গের দাবী‌তে বিক্ষোভ বাঁশখালীর চা বাগানের নতুন স্কুল ভবনের নির্মানাধীন কক্ষ ভাংচুরের অভিযোগ বাঁশখালীতে ইপসার প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য বিজয়ী হলেন যারা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৩৯৮ জন পড়েছেন

বাঁশখালীর ১৩টি ইউনিয়নের নির্বাচন গত ১৫ জুন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। ১৪টি ইউনিয়নের তফশীল ঘোষনা করা হলেও মামলার কারণে চাম্বল ইউনিয়নের নির্বাচন স্থগিত হয়। বাকী ১৩টি ইউনিয়নে বিজয়ী হলেন যারা তারা হলেন,
পুকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মো: আসহাব উদ্দিন (আনারস) ৬০৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়। অপর প্রতিদ্বন্দিরা মো: আক্তার হোছাইন (মোটর সাইকেল), ৪৮৮৮ ভোট, বোরহান উদ্দিন মাহমদ নওয়াজ (নৌকা) ২৫৮১ ভোট। সংরক্ষিত ১ রয়ন জান্নাত,সংরক্ষিত ২ কানেতুল জন্নাত মিয়াজী ,সংরক্ষিত ৩ জাহানারা বেগম, ১নং ওয়ার্ডে এমদাদ উল্লাহ,২নং ওয়ার্ডে মোঃ ইউনুছ ,৩নং ওয়ার্ডে হাবিবুর রহমান মিয়া ,৪নং ওয়ার্ডে আমজাদ হোসেন ,৫নং ওয়ার্ডে মনির উদ্দিন ময়ুর,৬ নং ওয়ার্ডে ফরিদ আহমদ,৭নং ওয়ার্ডে মোঃ ফারুকুজ্জামান, ৮নং ওয়ার্ডে মনিরুল মান্নান চৌধুরী, ৯ নং ওয়ার্ডে মামুনুর রশিদ। এখানে ১০টি কেন্দ্রে ২১ হাজার ৯২৫ জন ভোটার রয়েছে।
সাধনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে খোন্দকার মোহাম্মদ সালাহ উদ্দিন কামাল (অটোরিক্সা) ৬১৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়। অপর প্রতিদ্বন্দিরা মহিউদ্দিন চৌধুরী খোকা (নৌকা) ২৮১৪ ভোট,মো: আহসান উল্লাহ চৌধুরী (মটর সাইকেল) ২৭৬৪ ভোট, চৌধুরী মিয়া মোহাম্মদ আশেক এলাহী (আনারস) ৭২৪ ভোট, আরিফ উল্লাহ চৌধুরী টিটু ৪১০ ভোট। সংরক্ষিত ১ ওয়ার্ডে কুলচুমা আকতার,,সংরক্ষিত ২ ওয়ার্ডে দিপ্তী দাশ,সংরক্ষিত ৩ ওয়ার্ডে শিল্পী দেব,১নং ওয়ার্ডে মো: মশিউল আলম,২নং ওয়ার্ডে আবদুল হামিদ , ৩নং ওয়ার্ডে মো: আজিজুল হক , ৪নং ওয়ার্ডে মো: দেলোয়ার হোসেন , ৫নং ওয়ার্ডে করুনাময় ভট্রাচার্য্য, ৬নং ওয়ার্ডে শওকত হোসেন, ৭নং ওয়ার্ডে শওকত আলী, ৮নং ওয়ার্ডে নন্দন দে ,৯নং ওয়ার্ডে মোহাম্মদ এজাজ নির্বাচিত হয়। সাধনপুরে ৯টি কেন্দ্রে ১৯ হাজার ৮৬৪ জন ভোটার রয়েছে।
খানখানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে মো: জসিম উদ্দিন হায়দার (নৌকা),৪৪৩৪ ভোটপেয়ে বিজয়ী হয়। অপর প্রতিদ্বন্দিরা মো: নজরুল ইসলাম চৌধুরী (আনারস) ২৯৪১ ভোট,ইছরাত জাহান পিনন (দুটি পাতা) ১৪৫ ভোট, জিয়াউল হক চৌধুরী(মোটর সাইকেল)২৭৬৮ ভোট, মো: আকবর হোছাইন (চশমা) ৩৩ ভোট, মো: জাহেদুল হক (অটোরিক্সা) ২৩৫৩ ভোটওয়াজেদ মোহাম্মদ (ঘোড়া), ৮৯০ ভোট। সংরক্ষিত ১ ওয়ার্ডে পারভীন আকতার ,সংরক্ষিত ২ ওয়ার্ডে ফরিদা আকতার,সংরক্ষিত ৩ ওয়ার্ডে নিলুফা আকতার,১নং ওয়ার্ডে আনোরুল ইসলাম,২নং ওয়ার্ডে জয়নাল আবেদীন চৌধুরী:,৩নং ওয়ার্ডে মো: শহিদুল ইসলাম সিকদার , ৪নং ওয়ার্ডে মো:দিদারুল আলম , ৫নং ওয়ার্ডে মো: লিয়াকত আলী চৌধুরী , ৬নং ওয়ার্ডে মো: হারুনুর রশিদ চৌধুরী, ৭নং ওয়ার্ডে মো: নুরুল হক, ৮নং ওয়ার্ডে রুহুল আমিন , ৯নং ওয়ার্ডে কামরুল ইসলাম নির্বাচিত হয়। খানখানাবাদে ১১টি কেন্দ্রে ২১ হাজার ৫৯৯ জন রয়েছে।
বাহারছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে অধ্যাপক তাজুল ইসলাম (নৌকা), ৭৪৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়। অপর প্রতিদ্বন্দিরা মোহাম্মদ লোকমান (আনারস),৫০০৯ ভোট, এম. বখতেয়ার উদ্দিন চৌধুরী (চশমা), ৪০৬৭ ভোট, রেজাউল করিম চৌধুরী ইউনুছ (অটোরিক্সা), ৮৬ ভোট, মো: মুজিবুর রহমান চৌধুরী (মোটর সাইকেল) ১২৫ ভোট । সংরক্ষিত ১ ওয়ার্ডে পাখিজা আকতার,সংরক্ষিত ২ ওয়ার্ডে মেরিনা আক্তার ,সংরক্ষিত ৩ ওয়ার্ডে সেলি আকতার ,১নং ওয়ার্ডে মনির উদ্দীন,২নং ওয়ার্ডে মাহমুদুল ইসলাম , ৩নং ওয়ার্ডে সাহাব উদ্দিন, ৪নং ওয়ার্ডে এনামুল হক, ৫নং ওয়ার্ডে মোহাম্মদ ইউসুপ , ৬নং ওয়ার্ডে মো: ইব্রাহিম সিকদার,, ৭নং ওয়ার্ডে জিয়াউর রহমান , ৮নং ওয়ার্ডে মো: মঞ্জুর চৌধুরী ,৯নং ওয়ার্ডে মো: আমির হোছেন। বাহারছড়ায় ১০টি কেন্দ্রে ২৭ হাজার ১৬৩ জন ভোটার রয়েছে ।
কালীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মো: শাহাদত আলম (নৌকা),৫৫৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়। অপর প্রতিদ্বন্দিরা আমিনুর রহমান চৌধুরী (মোটর সাইকেল) ৪১৫৬ ভোট,, মো: নোমান (আনারস) ৫১৩৮ ভোট, মো: খালেকুজ্জামান (ঘোড়া),১৩৬ মোহাম্মদ রহিম উদ্দিন (অটোরিক্সা), ৯১ ভোট,কায়ছার হামিদ (টেলিফোন) ১২৭ ভোট । সংরক্ষিত ১ ওয়ার্ডে রিনা আকতার,সংরক্ষিত ২ ওয়ার্ডে নার্গিছ বেগম ,সংরক্ষিত ৩ ওয়ার্ডে শাহিদা সোলতানা,১নং ওয়ার্ডে মো: জিসানুল ইসলাম,২নং ওয়ার্ডে গিয়াস উদ্দিন চৌধুরী, ৩নং ওয়ার্ডে মো: আবুল কালাম, ৪নং ওয়ার্ডে ফরিদ আহমদ, ৫নং ওয়ার্ডে নুরুল ইসলাম , ৬নং ওয়ার্ডে নুরুল আলম , ৭নং ওয়ার্ডে নুরুল মোস্তফা, ৮নং ওয়ার্ডে জালাল উদ্দিন ,৯নং ওয়ার্ডে মোহাম্মদ লোকমান। কালীপুরে ৯টি কেন্দ্রে ২৪ হাজার ৫১০ জন ভোটার রয়েছে।
কাথরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলহাজ্ব ইবনে আমিন (নৌকা) ৫৪৪২ ভোট পেয়ে বিজয়ী হয়। অপর প্রতিদ্বন্দিরা মো: শাহাজাহান চৌধুরী (ঘোড়া), ২৪২৭ ভোট, মো: জয়নাল আবেদীন চৌধুরী (অটোরিক্সা), ৩১১০ ভোট, সেলিনা আকতার শেলী (আনারস) ৩৪,আরিফুল ইসলাম চৌধুরী (মটর সাইকেল) ১৫৮ ভোট। সংরক্ষিত ১ নিলোয়ারা বেগম,সংরক্ষিত ২ ছকিনা আরা বেগম,সংরক্ষিত ৩ পাখি আকতার,১নং ওয়ার্ডে বাদশা মিয়া ,২নং ওয়ার্ডে আনোয়ারুল আজীম ,৩নং ওয়ার্ডে আবু তালেব,৪নং ওয়ার্ডে রফিক আহমদ,৫নং ওয়ার্ডে দিদারুল আলম, ৬ নং ওয়ার্ডে কামাল আহমদ,৭নং ওয়ার্ডে হুমায়ুন কবির চৌধুরী ,৮নং ওয়ার্ডে ছৈয়দ আহমদ ,৯ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম চৌধুরী। কাথরিয়ায় ৯টি কেন্দ্রে ১৬ হাজার ০৯০ জন ভোটার রয়েছে ।
বৈলছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে মো: কফিল উদ্দিন (নৌকা) ৪১৪১ ভোট পেয়ে বিজয়ী হয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়। অপর প্রতিদ্বন্দিরা মো: ইব্রাহিম খলিল (অটোরিক্সা), ২৯০৮ ভোট, মুহাম্মদ মনছুর আলী (মোটর সাইকেল),১৪৫০ ভোট,আবদুল ওয়াহাব (আনারস), ৪২৪ভোট, মুহাম্মদ ইউসুফ (চশমা)৭৯ ভোট। সংরক্ষিত ১ পারভীন আক্তার ,সংরক্ষিত ২ আনোয়ারা বেগম ,সংরক্ষিত ৩ মমতাজ বেগম ,১নং ওয়ার্ডে হাফেজ মোঃ রমিজ ,২নং ওয়ার্ডে টুটুল তালুকদার ,৩নং ওয়ার্ডে আবু ছিদ্দিক বাচ্চু, ৪নং ওয়ার্ডে মোঃ সেলিম উদ্দিন, ৫নং ওয়ার্ডে বিকাশ দত্ত, ৬ নং ওয়ার্ডে আবদুল আলীম,৭নং ওয়ার্ডে পিংকু পুরোহিত মনি,৮নং ওয়ার্ডে দিদারুল আলম,৯ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম । ৯টি কেন্দ্রে ১৩ হাজার ৬৪১ জন ভোটার রয়েছে।
সরল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরী (নৌকা)১৪,৬৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয় । অপর প্রতিদ্বন্দিরা মো: লিয়াকত আলী তালুকদার(মোটর সাইকেল), ১৩০৪ ভোট,জাফর আহমদ (অটোরিক্সা), ৮৪ ভোট,মো: সালাউদ্দিন কাদের (আনারস),১১০ ভোট, মিজানুর রহমান চৌধুরী (চশমা),১১৮ভোট । সংরক্ষিত ১ ওয়ার্ডে রহিমা বেগম,সংরক্ষিত ২ ওয়ার্ডে রোকসানা আকতার ,সংরক্ষিত ৩ ওয়ার্ডে ফাতেমা বেগম। ১নং ওয়ার্ডে মুহাম্মদ আলমগীর চৌধুরী,২নং ওয়ার্ডে মোহাম্মদ সেলিম , ৩নং ওয়ার্ডে মোহাম্মদ তৈয়ব , ৪নং ওয়ার্ডে জামাল উদ্দিন খান, ৫নং ওয়ার্ডে মো: ছৈয়দুল আলম, ৬নং ওয়ার্ডে নুরুল আবছার, ৭নং ওয়ার্ডে নুরুর নবী, ৮নং ওয়ার্ডে রশিদ আহমদ (বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত),৯নং ওয়ার্ডে মোহাম্মদ শাহেদ। সরলে ১১টি কেন্দ্রে ২৭ হাজার ০৬২ জন ভোটার রয়েছে।
শীলকুপ ইউনিয়নে চেয়ারম্যান পদে কায়েশ সরোয়ার সুমন (নৌকা) ৪১১০ ভোট পেয়ে বিজয়ী হয়। অপর প্রতিদ্বন্দিরা মিজানুর রহমান সিকদার (মোটর সাইকেল),২৯৪৪ ভোট, মোহাম্মদ মহসিন (অটোরিক্সা),২৫৪৩ ভোট,মো: মাওলানা জাফর আহমদ (চশমা),২০০১ ভোট, মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (আনারস), ১২৬ ভোট। সংরক্ষিত ১ জন্নাতুল ফেরদৌস,সংরক্ষিত ২জন্নাতুল ফেরদৌস লাকী,সংরক্ষিত ৩ নুসরাত আলম হিরো,১নং ওয়ার্ডে মোঃইউনুছ কোম্পানি ,২নং ওয়ার্ডে ছিদ্দিক আকবর বাহাদুর,৩নং ওয়ার্ডে নাজিম উদ্দিন,৪নং ওয়ার্ডে ইউছুপ আহমদ,৫নং ওয়ার্ডে আকম আশিক হোছাইন চৌধুরী,৬ নং ওয়ার্ডে রাশেদ নুরী,৭নং ওয়ার্ডে মিজানুর রহমান সিকদার,৮নং ওয়ার্ডে কফিল উদ্দিন,৯ নং ওয়ার্ডে ফিরোজ সিকদার। ৯টি কেন্দ্রে ১৭ হাজার ১৯০ জন ভোটার রয়েছে।
গন্ডামারা ইউনিয়নে চেয়ারম্যান পদে মো: লেয়াকত আলী (আনারস),৭১১৫ ভোটপেয়ে বিজয়ী হয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়। অপর প্রতিদ্বন্দিরা ,মো: শিহাব উল হক সিকদার (নৌকা), ৫৫৯৪ ভোট, মাওলানা আরিফ উল্লাহ (ঘোড়া),৩০৮৭ ভোট,জেসমিন আক্তার (টেলিফোন) ১৪০ ভোট মোহাম্মদ দিদার হোছাইন (চশমা),৩৬১ভোট, সেলিম উল্লাহ ( অটোরিক্সা), ৩৬ ভোট, মো: আজিজুল হক (মোটর সাইকেল)৩০৬ ভোট। সংরক্ষিত ১ কামরুন্নাহার,সংরক্ষিত ২ রুমি আকতার,সংরক্ষিত ৩ জান্নাত আরা,১নং ওয়ার্ডে ফেরদৌস আলম ,২নং ওয়ার্ডে শাহ আলম,৩নং ওয়ার্ডে মো: কাসেম,৪নং ওয়ার্ডে আনছার উদ্দিন,৫নং ওয়ার্ডে আবু হোছাইন ,৬ নং ওয়ার্ডে মো: ওসমান,৭নং ওয়ার্ডে রবিউল আলম রবি,৮নং ওয়ার্ডে আলী হোছাইন,৯ নং ওয়ার্ডে ওয়াহিদ উল্লাহ। গন্ডামারায় ১০টি কেন্দ্রে ২৪ হাজার ৪০০ জন ভোটার রয়েছে।
শেখেরখীল ইউনিয়নে চেয়ারম্যান পদে মোরশেদুল ইসলাম ফারুকী (চশমা),৩৭২৯ ভোটপেয়ে বিজয়ী হয়। অপর প্রতিদ্বন্দিরা মোহাম্মদ ইয়াছিন (নৌকা), ৩৫৬৭ ভোট, ফজলুল কাদের চৌধুরী (অটোরিক্সা), ৪১৪ ভোট,শেখ মো: ফজলুল কবির চৌধুরী (মোটর সাইকেল), ২৫৬৯ভোট, আতাউর রহমান (ঘোড়া) ৫৭৬ ভোট,আজিজুর রহমান (আনারস) ২২৯ ভোট । সংরক্ষিত ১ ওয়ার্ডে শমশুজ জাহান,সংরক্ষিত ২ ওয়ার্ডে জেসমিন আকতার,সংরক্ষিত ৩ ওয়ার্ডে রওজাতুন নেছা রুজি, ১নং ওয়ার্ডে জাকেরুল হক ,২নং ওয়ার্ডে শামসুল আলম, ৩নং ওয়ার্ডে আবদুল খালেক, ৪নং ওয়ার্ডে সাজ্জাদ হোসেন মাসুদ, ৫নং ওয়ার্ডে মো: জকরিয়া চৌধুরী , ৬নং ওয়ার্ডে দিলীপ কান্তি দেব , ৭নং ওয়ার্ডে মহি উদ্দিন, ৮নং ওয়ার্ডে জাকের উল্লাহ,৯নং ওয়ার্ডে সাইফুল আমিন নির্বাচিত হয় । শেখেরখীলে ৯টি কেন্দ্রে ১৫ হাজার ৫৬৭ জন ভোটার রয়েছে।
পুঁইছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে মো:তারেকুর রহমান (অটোরিক্সা),৬২৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়। অপর প্রতিদ্বন্দিরা রেজাউল আজিম চৌধুরী (টেবিল ফ্যান), ৩৩৮০ ভোট, জাকের হোসেন চৌধুরী (নৌকা) ১৮৫২ ভোট,তফাজ্জল হোসেন চৌধুরী (মোটর সাইকেল), ১৬৯ ভোট, মুহাম্মদ মুবিনুল হক (চশমা) ৮২২ ভোট,নুর মোহাম্মদ ফরহাদুল আলম চৌধুরী (আনারস), ১১৫২ভোট, শাকের উল্লাহ (ডাব), ১৭৯ ভোট, কবির আহমদ (ঘোড়া), ১৯০ ভোট, মোহাম্মদ সোলাইমান (ঢোল) ৩৪০৫ ভোট । সংরক্ষিত ১ ওয়ার্ডে মোছাম্মদ তানজিম ,সংরক্ষিত ২ ওয়ার্ডে জরিনা আক্তার ,সংরক্ষিত ৩ ওয়ার্ডে রত্না চৌধুরী,১নং ওয়ার্ডে সাদ্দাম হোসেন মানিক ,২নং ওয়ার্ডে এম.এ. কাশেম, ৩নং ওয়ার্ডে বেলাল উদ্দিন আল হাসান, ৪নং ওয়ার্ডে শওকত ওসমান, ৫নং ওয়ার্ডে মুরিদুল আলম চৌধুরী, ৬নং ওয়ার্ডে কুতুব উদ্দিন, ৭নং ওয়ার্ডে আরিফ উল্লাহ, ৮নং ওয়ার্ডে সুজিত কান্তি দাশ ,৯নং ওয়ার্ডে মোহাম্মদ রিদুয়ান নির্বাচিত হয়। পুঁইছড়িতে ১২টি কেন্দ্রে ২৬ হাজার ২১৩ জন ভোটার রয়েছে।
ছনুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে এম. হারুনুর রশিদ (মোটর সাইকেল) ৬২৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়। অপর প্রতিদ্বন্দিরা রেজাউল হক চৌধুরী (চশমা),৪৯৫৫ ভোট, মো:আলমগীর কবির(ঘোড়া) ৩৪ ভোট, মো:মুজিবুর রহমান (নৌকা),১৬১৭ ভোট, মো: আমিরুল হক (আনারস),৪৫৪ ভোট,সাজ্জাদুল হক (ডাব) ৪৩ ভোট,আনিছ উল হক চৌধুরী (অটোরিক্সা) ১৮০ ভোট। সংরক্ষিত ১ ওয়ার্ডে জোবাইদা বেগম ,সংরক্ষিত ২ ওয়ার্ডে জন্নাতুল জহুরা ,সংরক্ষিত ৩ ওয়ার্ডে নার্গিস সুলতানা চৌ:,১নং ওয়ার্ডে আরাফাতুল ইসলাম,২নং ওয়ার্ডে মো: নুরুল আমিন, ৩নং ওয়ার্ডে কামাল উদ্দিন, ৪নং ওয়ার্ডে নুরুল আলম, ৫নং ওয়ার্ডে মো: কালু , ৬নং ওয়ার্ডে হেফাজুর রহমান (তারেক),৭নং ওয়ার্ডে বাহাদুর আলম, ৮নং ওয়ার্ডে আবদুল হাকিম ,৯নং ওয়াডে আবদুল গফুর ইউপি সদস্য নির্বাচিত হয়। ছনুয়াতে ৯টি কেন্দ্রে ১৯ হাজার ৭১৩ জন ভোটার রয়েছে। উল্লেখ্য ২০১৭ সালের ২৫ এপ্রিল নির্বাচনে বাঁশখালীর ১৪টি ইউনিয়নের নির্বাচন অনুষ্টিত হয়েছিল।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
kallyan
error: Content is protected !!