বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের নির্বাচন গত ১৫ জুন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।এতে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে বিজয়ী হলেন যারা। চেয়ারম্যান পদে মো: আসহাব উদ্দিন (আনারস) ৬০৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়। অপর প্রতিদ্বন্দিরা মো: আক্তার হোছাইন (মোটর সাইকেল),৪৮৮৮ ভোট, বোরহান উদ্দিন মাহমদ নওয়াজ (নৌকা) ২৫৮১ ভোট।
সংরক্ষিত ১ রয়ন জান্নাত,সংরক্ষিত ২ কানেতুল জন্নাত মিয়াজী ,সংরক্ষিত ৩ জাহানারা বেগম, ১নং ওয়ার্ডে এমদাদ উল্লাহ,২নং ওয়ার্ডে মোঃ ইউনুছ ,৩নং ওয়ার্ডে হাবিবুর রহমান মিয়া ,৪নং ওয়ার্ডে আমজাদ হোসেন ,৫নং ওয়ার্ডে মনির উদ্দিন ময়ুর,৬ নং ওয়ার্ডে ফরিদ আহমদ,৭নং ওয়ার্ডে মোঃ ফারুকুজ্জামান, ৮নং ওয়ার্ডে মনিরুল মান্নান চৌধুরী, ৯ নং ওয়ার্ডে মামুনুর রশিদ নির্বাচিত হয় ।
এখানে ১০টি কেন্দ্রে ২১ হাজার ৯২৫ জন ভোটার রয়েছে।