চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু সসৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারিদের মাঝে পুরস্কার বিতরণ গতকাল বিকালে বাঁশখালী উপজেলা পরিষদের নবনির্মিত কার্যালয়ে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন এর সঞ্চালনায় সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, বাঁশখালী সরকারি আলাওল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোঃ সোলেমান,মাষ্টার নজির আহমদ কলেজের অধ্যক্ষ আবদুল কাদের, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম, ঘূর্ণিঝড় প্রস্তুত্তি কর্মসুচী (সিপিপি) উপজেলা সমন্বয়কারি কল্যাণ বড়ুয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বঙ্গবন্ধু সসৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারিদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষা ক্ষেত্রে প্রতিভা ছড়িয়ে দিতে সকলের প্রতি আহবান জানান।