চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন ও উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সদস্য নিয়ে সামাজিক সম্প্রীতি সভা মঙ্হলবার অনুষ্টিত হয়। বাঁশখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত ভবনের হলরুমে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি )খোন্দকার মাহমুদুল হাসান, বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী,সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন,খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দার,শীলকুপ ইউনিয়নের চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদুল ইসলাম ফারুকী, মুক্তিযোদ্ধা আহমদ ছফা, এসআই আজিমুল হক, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া, ইসলামিক ফাউন্ডেশন নেতা মাওলানা আকতার হোছাইন, ইউপি সদস্য রয়ান জন্নাত, ইউপি সদস্য মোঃ মনজুর আলম, দিপ্তী দাশ, প্রকাশ বড়ুয়া, মাওলানা ছৈয়দুল আলম প্রমুখ।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জিয়াউল কাদেরের সঞ্চালনায় এ সময় পুকুরিয়ার চেয়ারম্যান মোঃআসহাব উদ্দিন,’পুইছড়ি র চেয়ারম্যান মোঃ তারেকুর রহমান,সরকারি আলাওল কলেজের অধ্যক্ষ কাজী মোঃ সোলেমান,ডাঃ দিদারুল হক সাকিব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্র সেন বড়ুয়া, বাঁশখালী পৌরসভা যুবলীগের আহবায়ক মোঃ হামিদ উল্লাহ সহ বাঁশখালীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, চেয়ারম্যান ইউপি সদস্যগন,ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্টানের প্রধান গন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বাঁশখালীকে সম্প্রীতির মডেল হিসাবে পরিচয় করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান ।