“ম্লান করলে রাতের আলো- পাখিরা থাকবে আরো ভাল” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিযায়ী পাখি দিবসে উপলক্ষে চট্টগ্রামের পর্যটন স্পর্ট বাঁশখালী ইকোপার্কের হলরুমে আলোচনা সভা শনিবার সকালে অনুষ্টিত হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের আয়োজনে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী থাকার কথা থাকলে ও অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেনি।
বিশেষ অতিথি ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী,উপকুলীয় বন বিভাগের চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আবদুর রহমান, শীলকুপ ইউনিয়নের চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন। সভায় স্বাগত বক্তব্য রাখেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের কর্মকর্তা দ্বীপান্বিতা ভট্রাচার্য, প্রবন্ধ উপস্থাপন করেন নুর জাহান। এতে সভায় অতিথি ছিলেন ও আলোচনায় অংশ জলদী সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ হামিদ উল্লাহ, সহ সভাপতি মাওলানা আকতার হোছাইন, প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ,সাংবাদিক কল্যাণ বড়ুয়া। জলদী অভয়ারন্য রেঞ্জ ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, সারা বছর দেশের বিভিন্ন প্রান্তে পরিযায়ী পাখি আসে এদেশে। তাদের যথাযথ সংরক্ষণ করা আমাদের কর্তব্য। পরিযায়ী পাখি শিকার এবং ক্রয় বিক্রয় বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান ।