বাঁশখালী পৌরভার উত্তর জলদী বড়ুয়া পাড়ায় বান্দরবান আর্যগুহা ধূতাঙ্গ বিমুক্তি বিহারের অভিভাবক ড. এফ দীপংকর মহাথের ধূতাঙ্গ ভান্তের একক সদ্ধর্মদেশনা ও রত্নগর্ভা সম্মাননা অনুষ্ঠান গতকাল রাতে অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি ব্যাংকার বাবুল কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্টিত হয়। রতœগর্ভা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, অনুষ্টানের উদ্বোধক ছিলেন বাঁশখালী পৌরসভার মেয়র এডভোকেট এস.এম তোফাইল বিন হোছাইন, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার( প্রসিকিউশন) কামরুল হাসান পিপিএম, বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, সাধারন সম্পাদক ম. শামসুল ইসলাম, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।
সন্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম কাতালগঞ্জ নবপন্ডিত বিহারের অধ্যক্ষ ড.উপানন্দ মহাথের,সাবেক উপ সচিব অরবিন্দ বড়ুয়া, চট্টগ্রাম ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডা: প্রভাত চন্দ্র বড়ুয়া, সাংবাদিক রতন কান্তি দেবাশীষ, বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া, সাংবাদিক রাহুল দাশ নয়ন, সুভাষ চন্দ্র বড়ুয়া, রাখাল চন্দ্র বড়ুয়া, শিক্ষক প্রশান্ত কুমার বড়ুয়া, কাউন্সিলর কাঞ্চন কুমার বড়ুয়া, প্রসন্ন্ কান্তি তঞ্চঙ্গ্যা, অনক বড়ুয়া,জলদী ইয়ং সংসদের সভাপতি সাংবাদিক সুবল বড়ুয়া, সাধারণ সম্পাদক শিক্ষক প্রনব বড়ুয়া, অনুষ্ঠান উদযাপন কমিটির কার্যকরী সভাপতি উপন বড়ুয়া, সমন্বয়ক জীবক বড়ুয়া জিকু ও সাধারণ সম্পাদক শিক্ষক বাবলু বড়ুয়া প্রমুখ। অনুষ্টানে জলদী গ্রামের পিএইচডি ডিগ্রী ধারী ও মাস্টার্স ডিগ্রী অর্জন রি হিসাবে ঐর বালা বড়ুয়া,পুটি বালা বড়ুয়া, ফণি বালা বড়ুয়া,প্রভাতি বালা বড়ুয়া, অনিলা বালা বড়ুয়া,ডলি বড়ুয়া, কৃঞ্চা বড়ুয়া,সাধনা প্রভা বড়ুয়া, মাধবী বড়ুয়া,স্বপ্না বড়ুয়া, অনুশ্রী বড়ুয়া,টকি বড়ুয়াকে রত্নগর্ভা সম্মাননা প্রদান করা হয়। এদিকে বান্দরবান আর্যগুহা ধূতাঙ্গ বিমুক্তি বিহারের অভিভাবক ড. এফ দীপংকর মহাথের ধূতাঙ্গ ভান্তের একক সদ্ধর্মদেশনা, প্রশ্নোত্তর পর্ব ,সংঘদান ও সদ্ধর্মসভা অনুষ্টিত হয়।