শনিবার, ২১ জুন ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে নিবন্ধিত জেলের মাঝে বকনা বাছুর বিতরণ বাঁশখালীতে পাহাড়ধস এর প্রেক্ষিতে ট্রিগার থেশহোল্ড বিষয়ক বৈধকরণ সভা বাঁশখালী‌তে দু‌র্যোগ ব‌্যবস্থাপনা ক‌মি‌টির সদস‌্যদের প্রশিক্ষণ কর্মশালা বাঁশখালী‌তে অনুরূপা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান দেশের প্রথম আবহাওয়া ক্লাবের বাঁশখালীতে উদ্বোধন ও আবহাওয়া দিবস উদযাপন বাঁশখালীতে ২৯ এপ্রিল স্মরণে আলোকচিত্র প্রদর্শনী বাঁশখালী‌তে মে দিব‌সে শ্রমিকদলের র‌্যালী ও সমাবেশে বাঁশখালীতে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‌্যালী ও আলোচনা বাঁশখালীতে প্রতিভা সন্ধানী বৃত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরণ সম্পন্ন বাঁশখালী‌তে কৃষক‌দের মা‌ঝে উফশী আউশ বীজ ও রাসায়‌নিক সার বিতরণ

বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৩৭৯ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীতে সারাদেশের ন্যায় বই উৎসব মাধ্যমিক পর্যায়ের বই বিতরণ অনুষ্টিত হয়। রবিবার সকালে বছরের প্রথম দিনের শুরুতে মাধ্যমিক পর্যায়ে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। বই উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য, বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। সভায় বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আকতার কাজমী, বাঁশখালী পৌরসভার মেয়র এস এম তোফাইল বিন হোছাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, বাঁশখালী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, বাঁশখালী একাডেমির প্রধান নির্বাহী পরিচালক সাংবাদিক কল্যাণ বড়ুয়া, পৌরসভার প্যানেল মেয়র রোজিয়া সুলতানা রোজি, উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোছাইন, ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার এম এ রহিম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্র সেন বড়ুয়া। শিক্ষক দীপন চক্রবর্তীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন। এ সময় বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুপ্ত দিয়ে কার্যক্রম বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিচ্ছে। শিক্ষার উন্নয়নে প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে নতুন ভবন নির্মাণ সহ বহুমুখী প্রকল্প গ্রহন করছে। তিনি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান। বাঁশখালীতে মাধ্যমিক পর্যায়ে ৯ লক্ষ ৩৯ হাজার ২৩০ টি বই বিতরণ করা হচ্ছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
kallyan
error: Content is protected !!