পশ্চিম বাঁশখালী স্কুল এন্ড কলেজ মাঠে ৩দিন ব্যাপী ৭ম উপজেলা স্কাউটস সমাবেশ ও মহা তাবু জলসা শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে স্কাউটিং’র বিকল্প নেই এই শ্লোগান কে সামনে রখে বাঁশখালীতে ৪২টি শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী ও স্কাউট সদস্যদের অংশগ্রহনে ৭ম উপজেলা স্কাউটস সমাবেশ ও মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়। তাবু জলসার সমাপনী মনোমুগ্ধকর অনুষ্টান মালা পশ্চিম বাঁশখালী স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামের সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মামুন, সাধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে.এম.সালাহউদ্দীন কামাল, খানখানাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ বদরুদ্দিন চৌধুরী, পশ্চিম বাঁশখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তৌহিদুর রহমান, বাঁহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু জাফর আবু ছালেহ,
স্কাউটস প্রশিক্ষক শাহ নেওয়াজ মির্জা, বাঁশখালী স্কাউটস সাধারণ সম্পাদক আবু নোমান, উপজেলা স্কাউটস কমিশনার মোহাম্মদ শহিদুল্লাহ, যুগ্ন সাধারণ সম্পাদক মো.কচির উদ্দিন, বাঁহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মুজিবুর রহমান, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক, নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গাীর আলম, উপজেলা স্কাউটস অর্থ সম্পাদক মাহফুজুর রহমান, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান এবং স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন ।