বাঁশখালীর বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ে এক চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্টিত হয়। ছাবের আহমদ মাষ্টার ফাউন্ডেশন পরিচালিত এ চক্ষু চিকিৎসা ক্যাম্পে আর্থিক সহযোগিতা করেন আমেরিকার “বাঁচাও” সংস্থা। ছাবের আহমদ মাষ্টার ফাউন্ডেশনের প্রতিষ্টাতা শিক্ষাবিদ মো: মুজিবুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় ৮শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদানে কক্সবাজার বাইতুশশরফ হাসপাতালে পর্যায়ক্রমে নিয়ে এ সেবা প্রদান করা হয়।
বিশ্বজিত দাশের পরিচালনায় এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের ব্যাপারে ছাবের আহমদ মাষ্টার ফাউন্ডেশনের প্রতিষ্টাতা শিক্ষাবিদ মো: মুজিবুর রহমান বলেন,গত শনিবার অনুষ্টিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৮ শতাধিক রোগীকে চিকিৎসাপত্র দেওয়া হয় এবং তাতে ২০৩ জনকে রোগীতে বিনামুল্যে ক্যাটারেষ্ট ওডিসিআর অপারেশনের জন্য বাছাই করা হয়, তাদের মধ্যে প্রতিদিন ৫০ জনরোগীকে কক্সবাজার বাইতুশ শরফ হাসপাতালে পর্যায়ক্রমে নিয়ে অপারেশন করা হবে। তিনি আরো বলেন বিগত ১২ বছর যাবত ছাবের আহমদ মাষ্টার ফাউন্ডেশনের আয়োজনে আমেরিকার “বাঁচাও” সংস্থার সহযোগিতায় এ চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়ে আসছে।