চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২০২২-২০২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঈদ-উল-ফিতর উপলক্ষে ৪০ হাজার ১৪৬ জনকে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাউল) পাচ্ছে। এ কার্যক্রমের গতকাল বৃহস্পতিবার সাধনপুরে উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। এ সময় সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কেএম সালাহ উদ্দিন কামাল সহ পরিষদের সদস্যরাসহ দায়িত্বরত কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সাধনপুর ইউনিয়নের ২ হাজার ৫৫৮ জনকে ১০কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়। এছাড়া সরল ইউনিয়নে ৩ হাজার ২৬৮ জন, পুকুরিয়া ইউনিয়নে ২ হাজার ৭৭১ জন, খানখানাবাদ ইউনিয়নে ২ হাজার ৭০০ জন, বাহারছড়া ইউনিয়নে ২ হাজার ৬৬৪ জন, কালীপুর ইউনিয়নে ২ হাজার ৭০০ জন, বৈলছড়ি ইউনিয়নে ১ হাজার ৫২৮ জন, কাথরিয়া ইউনিয়নে ১ হাজার ৫২৮ জন,শীলকুপ ইউনিয়নে ১ হাজার ৫২৮ জন,গন্ডামারা ইউনিয়নে ৩ হাজার ৫৫ জন, চাম্বল ইউনিয়নে ৩ হাজার ৩০৪ জন,শেখেরখীল ইউনিয়নে ১ হাজার ৭৭৬ জন,পুইছড়ি ইউনিয়নে ৩ হাজার ৬৯৪ জন, ছনুয়া ইউনিয়নে ২ হাজার ৪৫১ জন, বাঁশখালী পৌরসভায় ৪ হাজার ৬২১ জন মিলে মোট ৪০ হাজার ১৪৬ জনকে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাউল) পাচ্ছে এবার ঈদ-উল-ফিতর উপলক্ষে। এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, এবার ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪০ হাজার ১৪৬ জনকে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাউল) পাচ্ছে। এটা যাতে সাধারন জনগন যথাযথভাবে পায় তার জন্য মনিটরিং করা হচ্ছে বলে তিনি জানান।