চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামী যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এক শান্তি সমাবশে শনিবার বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় র্কাযালয়ে অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাঁশখালী পৌরসভা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মো.হামিদ উল্লাহ এর সঞ্চালনায় করেন। শান্তি সমাবেশে বক্তব্য রাখেন গাজী আনোয়ারুল ইসলাম, সেলিমুল হক চৌধুরী, উপজলো ওলামালীগের সভাপতি মৌলানা আকতার হোসাইন, যুবলীগ নেতা উত্তম কুমার কারন, মাহমুদুল ইসলাম, মো: সিরাজদ্দৌলা, নুর হোছাইন, আবুল কালাম, আনছারুল হক রানা, ইব্রাহমি সিকদার, মো: মঞ্জুরুল আলম, মিজান সিকদার, ফরিদ আহমদ, ওসমান গনি, আমিরুল কবির ঝুন্টু, আমির মিয়া, মো: রায়হান প্রমূখ।
বক্তারা বলেন, বিএনপি নেতা প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মাধ্যমে তারা আবারো প্রমান করতে চাচ্ছে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহন করেছ। ঐক্যবদ্ধ ভাবে তাদের এ পুরানো কায়দায় দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। তারা গোপনে গোপনে হামলা চালিয়ে যাওয়ার চেষ্টাকে প্রতিহত করতে হবে। এ জন্য কে নেতা র্কমীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান ।