চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়িতে পাহাড় কেটে ঘর নির্মাণের দায়ে ২ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। উপজেলার পুঁইছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের জঙ্গল পুঁইছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে পুঁইছড়ি বনবিট কর্মকর্তা মো: ফখরুল ইসলাম সহ তার সঙ্গীয় বনকর্মী। এ সময় ১০/১২ জন লোক অবৈধভাবে পাহাড় কেটে ঘর নির্মাণের উদ্দেশ্যে মাটি সমতল করার সময় বনকর্মীরা ধাওয়া করে শেখেরখীল গুইল্যাখালী এলাকার নুরুল আবচারের ছেলে মো. রিদুয়ান হোসেন (২৫) ও পুঁইছড়ি ৫নং ওয়ার্ডের মৃত আবুল বশরের ছেলে মো. রিদুয়ানুল হক (২৭) নামে ২ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যান্যরা পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে বাঁশখালী থানায় মামলা রুজু পূর্বক সোপর্দ্দ করা হয়। পরে তাদেরকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালতে আটককৃতদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম বলেন, ‘পুঁইছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের জঙ্গল পুঁইছড়ি এলাকায় পাহাড় কেটে ঘর নির্মাণ করার সময় বনকর্মীদের অভিযানে আটককৃত ২ জনের বিরুদ্ধে বন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটককৃতদেরকে আদালতে সোপর্দ্দ করা হলে বিজ্ঞ আদালতে তাদেরকে জেল প্রেরণের নির্দেশ প্রদান করেন।’