জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল (অনুর্ধ ১৭) টুর্নামেন্টের ফাইনাল খেলা (২৩ জুন শুক্রবার) সকালে চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসন আয়োজিত এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পরিচালিত ফাইনাল খেলা চাম্বল ইউনিয়ন একাদশ বনাম কালীপুর ইউনিয়ন একাদশের মধ্যে অনুষ্টিত হয়। খেলায় ১-০গোলে চাম্বল ইউনিয়ন পরিষদ একাদশ বিজয়ী হয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা শেষে পুরস্কার বিতরনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী ,প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য ও বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) খোন্দকার মাহমুদুল হাসান, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন পিপিএম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হারুন,উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শহিদুল মোস্তফা চৌধুরী মিজান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক আজগর হোছাইন,বাঁশখালী একাডেমির প্রধান নির্বাহী পরিচালক কল্যাণ বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আ.ন.ম ফরহাদুল আলম, উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোছাইন পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর রোজিয়া সুলতানা রোজি,অধ্যাপক বাবুল কান্তি দেব বাবলা, ইউপি সদস্য নুর হোছাইন, সাইফুল আজম, ফখরুদ্দিন মো:তারেক,জামাল উদ্দিন মিন্ট,ু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো: নুরুল হুদা সহ দায়িত্বশীল কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন নুরুল গনি, সহকারি ছিলেন জাহিদুল ইসলাম, মিজানুর রহমান। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন চাম্বল একাদশের নাজিম উদ্দিন, সেরা গোল কিপার সাজ্জাদ হোসেন, কালীপুরের সেরা খেলোয়াড় মোঃ হাসান, সেরা গোলদাতা চাম্বলের রিয়াজ কে পুরস্কৃত করা হয়। এ সময় প্রধান অতিথি খেলাধুলায় আতœনিয়োগ করে নিজেকে এবং দেশকে এগিয়ে নিতে আহবান জানিয়ে সকল ধরনের ক্রীড়া সামগ্রী সরকার ও এমপির ব্যক্তিগত পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে বলে জানান।