বাঁশখালী পৌরসভার উন্নয়ন কর্মকান্ড ও কার্যালয়ে পরিদর্শনে আসেনন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহিনা সুলতানা। তিনি গতকাল বৃহস্পতিবার উন্নয়ন কর্মকান্ড ও কার্যালয়ে পরিদর্শনে আসলে তাকে পৌরসভার পক্ষে বাঁশখালী পৌরসভার মেয়র এডভোকেট এস.এম. তোফাইল বিন হোছাইন, প্যানেল মেয়র, সকল ওয়ার্ডের কাউন্সিলরগণ ফুল দিয়ে বরণ করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীও বরণ করে নেন। পরে তিনি বাঁশখালী পৌরসভা অফিসের বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন, এ উন্নয়ন কর্মকান্ড সুষ্ট ও সুন্দর ভাবে পরিচালনার আহবান জানান। উন্নয়ন কর্মকান্ড পরিদর্শণ কালে বাঁশখালী পৌরসভার মেয়র এডভোকেট এস.এম. তোফাইল বিন হোছাইন, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী সহ সকল ওয়ার্ডের কাউন্সিলরগণ সহ দায়িত্বশীল কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন ।