চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড.আমিনুর রহমান এনডিসি গত মঙ্গলবার বাঁশখালী উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। বিশেষ করে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালীন ২০০৮/০৯ সালে তাঁর লেখা কবিতা উপজেলা পরিষদের দেওয়ালে ও বাঁশখালীর কেন্দ্রীয় শীলকুপ চৈত্য বিহারের দেওয়ালে খোদাই করে লাগানো হয়। বাঁশখালীতে এসে তিনি পুর্বের অনেক স্মৃতি বিজড়িত এলাকা ঘুরে দেখার পাশাপাশি বাঁশখালীর কেন্দ্রীয় শীলকুপ চৈত্য বিহারের দেওয়ালে খোদাই করে লাগানো কবিতা পড়ে সবাইকে শোনান এবং পরে বাঁশখালী ইকোপার্ক, পৌরসভার পুর্বে হিমাংশু বিমল সড়ক হয়ে পাহাড়ি এলাকা সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, সহকারি কমিশনার (ভুমি) খোন্দকার মাহমুদুল হাসান ,বাঁশখালীর কেন্দ্রীয় শীলকুপ চৈত্য বিহারের অধ্যক্ষ শ্রীমৎ দেবমিত্র মহাস্থবির, শীলকুপ ইউনিয়নের চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন, বাঁশখালী জলদী অভয়ারণ্য রেঞ্জ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ,বাঁশখালী প্রেস কাবের সাবেক সভাপতি অনুপম কুমার দে, বাঁশখালী বৌদ্ধ সুমিতির সাধারন সম্পাদক কল্যাণ বড়ুয়া,ইউপি সদস্য সহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা এ সময় সাথে ছিলেন।
(উল্লেখ্য চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড.আমিনুর রহমান এনডিসি বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালীন ২০০৮/০৯ সালে অনেক স্মৃতি বিজড়িত এলাকা ঘুরে দেখেন। সম্প্রতি তাঁকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার থেকে বদলী হয়ে স্থানীয় সরকার বিভাগে পদায়ন করা হয়।) এ সময় তিনি যেখানে যাবেন বা দায়িত্ব পালন করুক না কেন, বাঁশখালীর কথা তিনি মনে রাখবেন এবং যতটুকু সম্ভব এলাকার উন্নয়নে সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড.আমিনুর রহমান এনডিসি ।