চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে সারাদেশের ন্যায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা গতকাল গতকাল রবিবার সকালে অনুষ্টিত হয়।“ সবার আগে সুশাসন-জন সেবায় উদ্ভোবন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে প্রথমে র্যালী উপজেলা পরিষদ হলরুম থেকে প্রধান সড়কের গেইট পর্যন্ত গিয়ে পরে আলোচনা সভা পরিষদের হলরুম অনুষ্টিত হয়।বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ,আলোচনায় অংশ নেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মামুন,পল্লী বিদ্যুতের ডিজিএম রিশু কুমার ঘোষ,পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: এনামুল করিম ,প্রধান শিক্ষক মিলন কান্তি বড়ুয়া, সীমা মল্লিক, মো: ফারুক আজম প্রমুখ।
বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর প্রসাদ দাশের সঞ্চালনে এ সময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপকার ভোগী নাগরিকরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের ডিজিটার কার্যক্রমের আওতায় সব সেবা চলা আসায় জনগনকে কোন ভোগান্তি পোহাতে হয়। সহজেই সকল ধরনের সেবা সিটিজেন চার্টার এর মাধ্যমে জানতে পারে। জনগনের সেবা যাতে দ্রুত হয় তার জন্য সরকারি কর্মকর্তাদের সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহবান জানান ।