বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বাঁশখালী শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্রবার বাঁশখালী উপজেলার গ্রীণ পার্ক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্টিত সভায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বাঁশখালী শাখার নব-নির্বাচিত কমিটির সভাপতি হারাধন ধরের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বাজুস চট্টগ্রাম জেলার সভাপতি মৃণাল কান্তি ধর, প্রধান বক্তা ছিলেন বাজুস চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক প্রণব সাহা। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন চট্টগ্রাম শাখার সহ-সভাপতি সুধীর রঞ্জন বনিক, সহ-সভাপতি দিলীপ কুমার ধর, সহ-সভাপতি যীশু বণিক, সহ-সাধারণ সম্পাদক ও বাঁশখালী পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রদীপ গুহ, সহ-সাধারণ সম্পাদক হিরন্ময় ধর, সুজিত ধর,জেলা কার্যকরী সদস্য তপন কান্তি ধর,শম্ভু ধর, বাঁশখালী শাখার প্রধান নির্বাচন কমিশনার ভূপাল গুহ, বাঁশখালী শাখার সাবেক সভাপতি সনজিত ধর, বাজুস বাঁশখালী শাখার নব-নির্বাচিত সহ সভাপতি মিলন ধর, বটন ধর, সহ-সাধারণ সম্পাদক গোপাল ধর, সুজন ধর, সুকুমার ধর,ঝুন্টু কর,বটন ধর, কোষাধ্যক্ষ উজ্জ্বল কান্তি ধর, কার্যকরী সদস্য ইমন ধর, নেপাল ধর, প্রণব ধর, খোকন ধর, জুয়েল ধর, রয়েল কান্তি ধর,অনুপম গুহ গোপন ধরসহ প্রমুখ।’
শিক্ষক বিভাষ গুহ’র সঞ্চালনায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বাঁশখালী শাখার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সুমন গুহ’র স্বাগত বক্তব্যে এ সময় অনুষ্টানে জুয়েলার্স এসোসিয়েশন বাঁশখালী (বাজুস) শাখার নব- নির্বাচিত কমিটির সভাপতি হারাধন ধর বলেন, ‘বাঁশখালী বাজুসকে একটি গতিশীল সংগঠনে পরিণত করতে আমরা কাজ করব। আমরা স্বর্ণ ব্যবসায় অসৎ, চোরা কারবারি বন্ধ করতে চাই। এজন্য সংগঠনকে শক্তিশালী করার কাজে মনোযোগী হয়েছি।’ সভায় প্রধান অতিথির বক্তব্যে জুয়েলার্স এসোসিয়েশন চট্টগ্রাম জেলার সভাপতি ও আনোয়ারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর বলেন, ‘বাজুস প্রেসিডেন্ট এর নেতত্বে বাংলাদেশে আজ জুয়েলারি শিল্প ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরা ‘মেইড ইন বাংলাদেশ’ নামে স্বর্ণশিল্পে আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারক দেশ হতে চাই। গার্মেন্টস শিল্পের মতো রপ্তানি আয়ের মাধ্যমে দেশের জিডিপিতে অবদান রাখতে চাই। এজন্য বাজুসকে নতুন ভাবে সাজানোর চেষ্টা চলছে। দেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে আমরা বাজুসের ছায়াতলে এক ছাতার নিচে আনতে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় বাঁশখালী শাখা বাজুসের নতুন কমিটি গঠিত হয়েছে। বাঁশখালী একটি পূর্ণ্য ভুমি একানখার ব্যবসায়ীরা সেটা মাথায় রেখে তাদের ব্যবসা পরিচালনা করবেন সে প্রত্যাশা রাখছি।