চট্টগ্রামের বাঁশখালীর কালীপুর ইউনিয়ন পরিষদের উদ্যেগে কালীপুরের সকল দূর্গাপুজা মন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিময় রবিবার রজনীগন্ধার কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয়। বাঁশখালী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আনম শাহাদত আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন রামদাশ হাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ তপন কুমার বাঁগচী, বাঁশখালী পুজা উদযাপন পরিষদের সভাপতি ও বাঁশখালী পৌরসভার প্যানেল মেয়র প্রনব কুমার দাশ, সাধারন সম্পাদক ঝুন্টু কুমার দাশ, শ্রী শ্রী ভোলানাথ মন্দির ও মহাশ্বশান পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক অজিত চৌধুরী, ঋষিধাম পরিচালনা পরিষদের সদস্য সচিব চন্দ্র শেখর মল্লিক, বাঁশখালী পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুধীর মল্লিক চৌধুরী, কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক চন্দন দত্ত, কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃঞ্চ প্রসাদ সেন, শ্রীগুরু সংঘের অর্থ সম্পাদক তড়িৎ কান্তি গুহ, বাঁশখালী পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ডাঃ আশীষ কুমার শীল, প্রদীপ কুমার গুহ, চট্টগ্রাম দক্ষিন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনম ফরহাদুল আলম,বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া।কালীপুর বিশ্বাস পাড়া পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রণধীর দে’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কালীপুর বিশ্বাস পাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ মিলন বিশ্বাস, কোকদন্ডী ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক দেবাশীষ কানুগো দেবু, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সানন্দ্র রুদ্র,বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল আউয়াল (ইমন), বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক নন্দন শীল, কালীপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি রনি সরকার, জাগো হিন্দু পরিষদ বাঁশখালী উপজেলার সাধারন সম্পাদক নারায়ন মল্লিক, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক অমিত চক্রবত্তী, মাষ্টার পঙ্কজ চৌধুরী, ডাক্তার শেখাল শীল, সুরজিত নাথ (লিটন),প্রনাব গুপ্ত (বাবলু),আঞ্চলিক কমিটির পক্ষে শিক্ষক বিকাশ ধর, রিপন ভট্রাচায, নগর বাঁশী শীল, দুলাল শীল, মিন্টু চৌধুরী,রুপন শীল,তাপস শীল, দীপক দাশ,রনি ধর, অভিক শীল, রকি সেন,অন্তর দাশ,রুপক দাশ। উপস্থিত ছিলেন ইউ.পি সদস্য মোঃ আবুল কালাম, গিয়াস উদ্দিন চৌধুরী (লুটু), নুরুল ইসলাম, নুরুল আলম, মোঃ মোস্তাফা, ফরিদ আহমদ, মোঃ লোকমান, জালাল উদ্দীন (ঝিনুক), সংরক্ষিত আসনের সদস্য শাহিদা আক্তার, নার্গিস আক্তার, রিনা আক্তার প্রমুখ। এ সময় কালীপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ পুজামন্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আনম শাহাদত আলম বলেন, সারাদেশের ন্যায় আমার ইউনিয়ন কালীপুরে সকল অপশক্তিকে রুঁখে দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্টিত হবে দূর্গোৎসব। উল্লেখ্য এবার বাঁশখালীতে ৮৯টি সার্বজনীন দূর্গাপুজা মন্ডপে দূর্গোৎসব অনুষ্টিত হবে।