বাঁশখালীর চাম্বলে অবস্থিত “চারু”র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ শনিবার “চারু”র অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাহরি ও ইফতার সামগ্রী এলাকার অসহায়, দুঃস্থ ও রোজাদারদের মাঝে বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি জুবাইরুল ইসলাম চৌধুরী (সুমন) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান রশিদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুর প্রধান উপদেষ্টা আতিকুল ইসলাম চৌধুরী টিটু । আরো উপস্থিত ছিলেন মোঃ কামাল হোসেন (সদস্য, বিনিয়োগ কারিগরি কমিটি), হাফেজ কাইছার ইকবাল ( সদস্য, বিনিয়োগ কারিগরি কমিটি),হুমায়ুন তারেক বিন জাফর চৌধুরী জিহান (সহসভাপতি), মামুনুর রশীদ জিসান (অর্থ সম্পাদক), সাইমুন মোস্তফা রিকন (দপ্তর সম্পাদক), মোহাম্মদ জসিম উদ্দিন (দুর্যোগ ব্যাবস্থাপনা বিষয়ক সম্পাদক), সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।