বাগীশিক বাঁশখালী পৌরসভা সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন ও গৌর নিতাই গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেমির অভিভাবক সমাবেশ মহালয়ার পূণ্যলগ্নে শ্রী সুকুমার ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। রবিবার মহলয়ার পূণ্যলগ্নে বাঁশখালী পৌরসভার উত্তর জলদী দক্ষিণ বনিক পাড়াস্থ শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) বাঁশখালী উপজেলা সংসদের সাংগঠনিক সম্পাদক শ্রী ছোটন দাশের সঞ্চলনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক শ্রী স্বপন কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে ছিলেন বাগীশিক বাঁশখালী উপজেলা সংসদের সভাপতি শ্রী সাগর সুশীল, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক ঋত্বিক দাশ, মহান অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী লক্ষণ কান্তি দাশ, বিশেষ অতিথি ছিলেন সহ-সাধারণ সম্পাদক শ্রী অনুপম কান্তি দেব,অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী শ্রী মন্টু ধর, শ্রী প্রণব ধর, আমরা সবাই সনাতনী সংগঠন-বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক শ্রী অধীর শীল, বাগীশিক চাম্বল ইউনিয়ন সংসদের সভাপতি ডাঃ রাসেল দেবনাথ,অর্থ সম্পাদক শ্রী ছোটন সুশীল, কাথরিয়া ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক শ্রী বিধান দাশ প্রমুখ। এতে এছাড়াও বিভিন্ন সংগঠন ও অত্র সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বানী শ্রীমদ্ভগবদগীতার বহুলভাবে প্রচার প্রসারের মানসে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি(বাগীশিক)কেন্দ্রীয় সংসদের মূল তিন লক্ষ্য শ্রীগীতানুগত্য, বিশ্বমানবতাপ্রেম ও সংঘশক্তি বৃদ্ধির প্রয়াসে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শ্রী সুজন দাশকে সভাপতি, শ্রী জনি ধরকে সাধারণ সম্পাদক,শ্রী সঞ্জয় বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক ও শ্রী জয়েন দেবকে অর্থ সম্পাদক রেখে ৩১ সদস্য বিশিষ্ট বাঁশখালী পৌরসভা সংসদ (২০২৫-২৭) কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন বাগীশিক বাঁশখালী উপজেলা সংসদ এর সভাপতি শিক্ষক শ্রী সাগর কান্তি সুশীল।
এসময়ে অতিথিরা বলেন, আগামীর প্রজন্মকে সুশৃঙ্খল ও মানবিক, সামাজিক এবং নীতিনৈতিকতায় পরিপূর্ণ করতে চাইলে গীতা শিক্ষার বিকল্প নাই। তাই বর্তমান প্রজন্ম হতে প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি গীতা শিক্ষায় বাধ্য করতে হবে। এতে নীতিনৈতিক জ্ঞান সম্পন্ন সামাজিক ও মানবিকমূল্যবোধ ধারণে মানুষ গড়ে উঠলে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে, বলে বক্তব্য প্রদান করেন।
Leave a Reply