নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালীতে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। মঙ্গলবার ১৬ ডিসেম্বর ভোরে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়, এরপর শহীদ মিনারে ফুল দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। এ সময় বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোঃ গালিব সাদলী, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আতিকুর রহমান, বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ র্কমকর্তা ডাঃ শফিকুর রহমান মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আবু ছালেক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু ছালেহ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: সমরঞ্জন বড়–য়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, উপজেলা সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভুঁইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাকেরা শরীফ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মূল ফারা বেগম তাজকিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) দেলোয়ার হোছাইন, আনসার ভিডিপি কর্মকর্তা দেলোয়ার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর পর উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী । এ সময় তিনি স্বনির্ভর বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন এবং স্বাস্থ্যবিধি চলার আহবান জানান। শেষে উপজেলা পরিষদ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং কেন্দ্রীয় শহীদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।