শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসন দিনব্যাপী কর্মসুচী গ্রহন করেন।একুশের প্রথম প্রহারে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে সকাল ১১টায়,আলোচনা সভা ও স্কুল কলেজের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ উপজেলা অফিসার্স কাব হলে রুমে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ও বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু ছালেহ এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ নেন সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, উপজেলা সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভুঁইয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শ্যামলী দাশ. উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মূল ফারা বেগম তাজকিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাকেরা শরীফ, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, বাঁশখালী বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ দাশ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু সুফিয়ান, শংকর প্রসাদ দাশ, মিলন বড়–য়া, আবু বক্কর সিকদার প্রমুখ। এদিকে প্রশাসনের উদ্যোগে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় ক- বিভাগে ১ম- আরাত্রিকা দাশ, ২য়-কৃদুশিকা দাশ, ৩য়-সিদরাতুল মুনতাহা, খ-বিভাগে- ১ম-নাহিয়ান মো: মুকিত, ২য়- রুবাইয়া আলম, ৩য়- রাজ্জাক বিন শহীদ, ছড়া আবৃত্তি ক-বিভাগ ১ম-অনুরাধা দাশ, ২য়-শ্রেষ্টা নিয়ম দাশ, ৩য়- কৃদৃশিকা দাশ,খ-বিভাগে ১ম- চৈতি দাশ, ২য়-সিদরাতুল মুনতাহা, ৩য়- পায়েল গুপ্ত, মাধ্যমিক পর্যায়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ক-বিভাগে ১ম-অন্তরা দেব প্রজ্ঞা, ২য়-নাশিদ কামাল সিমু, ৩য়-পরমাশীষ দাশ, খ-বিভাগে ১ম-মৌরি চৌধুরী, ২য়- আরমিন আক্তার, ৩য়- রীমা সুলতানা আরজু, দেশাত্ববোধক খ গ্রুপে ১ম- ঐশি দাশ, ২য়- হিমু দাশ, ৩য়- মুক্তা দে, গ গ্রুপে-১ম- মৌরি চৌধুরী,২য়- শেফালী বড়ুয়া, ৩য়- সৈয়দা আফরিন সীমা বিজয়ী হয়ে পুরস্কার গ্রহন করেন ॥ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, বিশ্বের ১৯১ টি দেশে আজ বাংলা ভাষায় কথা বলে। ভাষার জন্য যারা আতর্œ উৎসর্গ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীদের ভাষা শহীদের জীবনী জানার ও এ বিষয়ে বই পড়ার আহবান জানান তিনি ।