বাঁশখালী উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে এক বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা গতকাল (১২ এপ্রিল) সোমবার সকালে বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর বাসভবনে অনুষ্টিত হয়। বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর দিকনির্দেশনায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি ও বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অপু উকিলের রোগ মুক্তি কামনায় বাঁশখালী উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রাওকাতুন নুর চৌধুরী প্রিয়াতার সার্বিক তত্বাবধানে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন বাঁশখালী পৌরসভা যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি দেবী রুদ্র। প্রার্থনা ও আলোচনা সভা বাঁশখালী উপজেলা যুব মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রোকসানা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ নেন যুব নেতা খোরশেদুল আলম, রশিদ আহমদ,মোতাহেরা বেগম, রেহেনা বেগম, শেলী আক্তার,মাইফুলারা বেগম,উন্মে নুর রনি,মোছাম্মদ হীরা মনি, ফারহানা বেগম। সভায় বক্তারা দেশের করোনা থেকে রক্ষা পেতে সরকারের প্রদত্ত দিকনির্দেশনা মেনে চলার আহবান জানান।