“মুজিব বর্ষে স্বাস্থ্য খাত- এগিয়ে যাবে অনেক ধাপ” এই শ্লোগান কে সামনে রেখে ফ্রি মেডিকেল চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । সোমবার সকাল থেকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৪ নং বাহারচড়া ইউনিয়ন পরিষদের দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শফিউর রহমান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শুভাশিষ ত্রিপাটি, ডাঃ শার্মিলা তুহিন, ডাঃ রাশেদুল করিম, সাকমো বোরহান উদ্দীন, এস এস এন লিপি, রহিমা খাতুন, হেল্থ ইন্সিপেক্টর আব্দুল আজিজ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক জাহেদা আক্তার, সিএসসিপি আব্দুল কাদের, আব্দুল আহাদ, অফিস সহকারী মৃত্যাঞ্জয়, ইউপি সচিব আরিফুল হক, ইউপি সদস্য এবাদুল হক, রওশনাজ্জামান, যুবলীগ নেতা খুরশীদুল আলম সহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ফ্রি মেডিকেল চিকিৎসা ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ করা হয়। এ ব্যাপারে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী এ প্রতিনিধিকে জানান অনেক বড় বড় ডাক্তার এসে আমাদের চিকিৎসা ও বিনামুল্যে ঔষধ প্রদান করছে যা মুজিব কন্যার অবদান। তারা এলাকার চেয়ারম্যান তাজুল ইসলামের প্রতি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।