বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল ধর্মের প্রতিনিধি এবং সব শ্রেণী পেশার মানুষদের নিয়ে এক সম্প্রীতি সমাবেশ ও র্যালী শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। বাঁশখালীর প্রধান সড়কে সর্বস্তরের জনগন ও প্রশাসনিক কর্মকর্তাদের র্যালী শেষে সম্প্রীতি সমাবেশ নবনির্মিত উপজেলা পরিষদ হলরুমে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য, চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, অতিথি ছিলেন ও আলোচনায় অংশ নেন বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, উপজেলা সহকারি কমিশরার (ভুমি) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার কাজমী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দীন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড.সমরঞ্জন বড়ুয়া, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট আ.ন.ম শাহাদাত আলম,বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, মাওলানা মুফতি সাঈদুল ইসলাম,বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ডাঃ চন্দন দাশ, ডাক্তার আশীষ কুমার শীল, প্রদীপ কুমার গুহ, ঝুন্টু কুমার দাশ, উত্তম কুমার কারন, খৃষ্টান সম্প্রদায়ের প্রতিনিধি শিবুতোষ দাশ। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু সালেক এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, সরকারি আলাওল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোহাম্মদ সোলেমান, বাঁশখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী,উপজেলা সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী হীরু,উপজেলা মৎস্য কর্মকর্তা উন্মেল ফারাহ বেগম তাজকিরা, বাঁশখালী বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ,খানখানাবাদের চেয়ারম্যান মোহাম্মদ বদরুদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা জিল্লুল করিম শরিফী, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট তোফায়েল বিন হোসাইন, পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ হামিদ,ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, এদেশ বাংলাদেশ আর আমরা সবাই বাঙ্গালী, এদেশ জাতির জনকের স্বপ্নের সোনার বাংলাদেশ, যেখানে মুসলিম, হিন্দু ,বৌদ্ধ, খৃষ্টান আমরা সকলে ভাই ভাই হিসাবে যুগ যুগ ধরে বসবাস করে আসছি। কিছু ধর্ম ব্যবসায়ী ও যারা এদেশের উন্নয়নকে বিশ্বাস করেনা তারা এদেশ বিশ্বের কাছে সন্মান ক্ষুন্ন করার জন্য এ ধরনের অপরাধ করে থাকে। তারা যে হউক তাদের খুঁজে বের বরে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন ।