বাঁশখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র এডভোকেট এস.এম তোফাইল বিন হোসাইন এর সাথে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকেরা সৌজন্য সাক্ষাত করেন এবং সন্মাননা প্রদান করেন। এ সময় বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, সহকারি প্রধান শিক্ষক রাজীব কুমার দাশ, সিনিয়র শিক্ষক মুহাম্মদ ওসমান, অঞ্জন চক্রবর্তী, অচিন্ত্য আচার্য,মাহাবুল আলম, লক্ষণ দাশ প্রমুখ।
সৌজন্য সাক্ষাত কালে নবনির্বাচিত মেয়র এডভোকেট এস.এম তোফাইল বিন হোসাইন বলেন, পৌর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্টান গুলোর শিক্ষার মান ও সামগ্রিক উন্নয়নে পৌরসভার পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহন করবেন বলে আশ্বাস প্রদান করেন।