চট্টগ্রামের বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়ার প্রয়াত পিতা সতীশ চন্দ্র বড়ুয়ার ১৬তম এবং প্রয়াত সংঘমিত্রা বড়ুয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী স্মরণে অষ্টোপকরণ সহ সংঘদান অনুষ্টিত হয়। বাঁশখালীর সরল ইউনিয়নের কাহারঘোনা গ্রামে গতকাল সকালে দু,পর্বের অনুষ্টান মালার মধ্যে সকাল বেলা অষ্টোপকরণ সহ সংঘদানে বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি ভদন্ত রাহুলপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সপ্তম সংঘরাজ অভয়তিষ্য মহাস্থবিরের প্রিয়তম শিষ্য বিনয়সাধক ভদন্ত ধর্মদর্শী মহাস্থবির। বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় এতে ধর্মদেশনা আলোচনায় অংশ নেন ভদন্ত ধর্মপাল স্থবির, মৈত্রীজিৎ স্থবির,সত্যজিৎ বড়ুয়া, শিক্ষক যতীন্দ্র লাল বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া, প্রশান্ত কুমার বড়ুয়া, কাউন্সিলর কাঞ্চন কুমার বড়ুয়া, সীবলী মানবিক ফাউন্ডেশন চট্টগ্রাম এর সভাপতি বনরুপ বড়ুয়া অমি,মিলন বড়ুয়া প্রমুখ।
অনুষ্টানের দ্বিতীয় পর্ব বিকালে কল্যাণ বড়ুয়ার দু,কন্যা কনিকা বড়ুয়া কনকা ও কনিষ্ঠা বড়ুয়া কনকনের কর্ণছেদন অনুষ্টান। এতে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী,অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুদত্ত কুমার বড়ুয়া, হিসাব রক্ষক কর্মকর্তা সমরজিৎ বড়ুয়া,বাঁশখালীর থানার এসআই দীপক কুমার সিংহ, প্রদীপ চক্রবর্তী,বাঁশখালী পৌরসভার সাবেক কাউন্সিলর মিলন বড়ুয়া, তপন বড়ুয়া, ফনিন্দ্র লাল বড়ুয়া,সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শরন বড়ুয়া,শিক্ষক এস দুকুল বড়ুয়া, কবি ও লেখক সুপ্রিয় বড়ুয়া, সিপিপি উপজেলা টিম লিড়ার মো: ছগীর, মিটু কুমার দাশ,সংগঠক প্রকাশ বড়ুয়া,বাসুদেব বড়ুয়া, ব্যাংক কর্মকর্তা আরিফুল মালেক, শামসুল আলম, পরিতোষ বড়ুয়া, অপু বড়ুয়া বাবুন, বিকাশ বড়ুয়া,পুলিন বড়ুয়া, সেনা কর্মকর্তা আশীষ বড়ুয়া, রুপন বড়ুয়া,উজ্জল বড়ুয়া,সুকাশ বড়ুয়া, রাহুল বড়ুয়া,অভিষেক বড়ুয়া বাবু,সুষেন বড়ুয়া ছোটন প্রমুখ অংশ গ্রহন করেন।এতে বক্তারা প্রয়াত সতীশ চন্দ্র বড়ুয়ার ১৬তম এবং প্রয়াত সংঘমিত্রা বড়ুয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী স্মরণে অষ্টোপকরণ সহ সংঘদান অনুষ্টানের মাধ্যমে তাদের প্রতি পূণ্যাদান করেন এবং কনিকা বড়ুয়া কনকা ও কনিষ্ঠা বড়ুয়া কনকনের কর্ণছেদন অনুষ্টানের সফলতা কামনা করেন। অনুষ্টানে জ্ঞাতিভোজন সহ বিভিন্ন সামাজিক কার্যাদি প্রতিপালন করা হয় ।