চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের উদ্যোগে ঈদ বাজার সুষ্ট ও শান্তি নিরাপদ করার লক্ষে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় অনুষ্টিত হয়। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দীন পিপিএম এর সভাপতিত্বে নিজ কক্ষে অনুষ্টিত মতবিনিময় সভায় পুলিশ পরিদর্শক তদন্ত সুধাংশু শেখর হাওয়ালাদার, এসআই রাজীব চন্দ্র পোদ্দার সহ বাঁশখালী পৌরসভা এলাকার ব্যবসায়ী নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দীন পিপিএম বলেন,আমরা সাধারন জনগন ও ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে সদা তৎপর । আসন্ন ঈদে যাতে ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা এবং সাধারন জনগনের কোন রকমের সমস্যা না হয় তার জন্য প্রতিটি মার্কেটে আইনশৃংখলা বাহিনী নিয়োজিত থাকবে। তার পাশাপাশি যে কোন সমস্যা হলে পুলিশ প্রশাসন যাতে তডিৎ পদক্ষেপ নিতে পারে ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রশাসনকে অবহিত করার আহবান জানানো হয়।