চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা ২ নম্বর ওয়ার্ড উত্তর জলদী বড়ুয়া পাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর মালামাল পুঁড়ে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। বুধবার (২৩ এপ্রিল) গভীর রাতে পৌরসভা উত্তর জলদী বড়ুয়া পাড়া এলাকায় সংগঠিত অগ্নিকাণ্ডের খবর পেয়ে
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বৃহস্পতিবার ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে টেউটিন ,ত্রিশ কেজি করে চাউল এবং নগদ অর্থসহায়তা প্রদান করা হয় ।ক্ষতিগ্রস্তরা পরিবার গুলো হলো ধর্মীয় সংগীত শিল্পী রবীন্দ্র বড়ুয়া, প্রিয়তম বড়ুয়া, বাবলু বড়ুয়া, ঋতু বড়ুয়া, সুনীল বড়ুয়া।
অগ্নিকান্ডের ব্যাপারে স্থানীয়রা জানান, পৌরসভা উত্তর জলদী বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা রবীন্দ্র বড়ুয়ার পরিবারের সবাই ঘুমন্ত অবস্থায় থাকাকালীন সময়ে বসতঘরে হঠাৎ আগুন দেখতে পায় তারা। সে আগুন মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়লে পুড়ে ছাই হয়ে যায় ৫টি বসতঘর। অগ্নিকান্ডের ভয়ববহতা বেশি হওয়াতে বাড়ির কোন মালামাল বের করা সম্ভব হয়নি বলে ক্ষতিগ্রস্থতরা জানান। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অগ্নিকান্ডে ৪টি বসতঘর পুড়ে গেছে। বুধবার রাত ১২ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে এতে প্রায় কয়েকলক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েঠে বলে তিনি জানান।
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম বলেন, গভীর রাতে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ত্রিশ কেজি করে চাউল এবং নগদ অর্থসহতা প্রদান করা হয়। পরে বৃহস্পতিবার পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে টেউটিন প্রদান করা হয় বলে তিনি জানান ।
এদিকে বৃহস্পতিবার বিকালে পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে টেউটিন ও অন্যন্যা সামগ্রী প্রদান কালে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ জামশেদুল আলম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ সহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।