বাঁশখালী থানা পুলিশের সহায়তায় ভুল নম্বরে চলে যাওয়া ৬৭ হাজার ৩০০ টাকা অবশেষে ১৫দিন ফিরে ফেলেন প্রবাসীর ভাই অটোরিক্সা চালক মো: এহছান। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দিন প্রবাসীর মা ও প্রবাসীর ভাই অটোরিক্সা চালক মো: এহছান এর হাতে সোমবার রাতে এ টাকা গুলো তুলে দেন। জানা যায়,কোরবানীর ঈদ করার জন্য অটোরিক্সা চালক মো: এহছান এর ভাই ওমান থেকে বিকাশে টাকা প্রেরনের জন্য প্রবাসীর ফটিরছড়ির বন্ধু মো: ফারুককে বললে সে বাঁশখালীর একটা বিকাশ নম্বর দিতে বললে ০১৮৬১৯৪৮৫২২ এর স্থলে ভুলে ০১৮৬১৯৮৮৫২২ তে চলে যায়। টাকা যাওয়ার পর মোবাইল বন্ধ করে দেয় । এরপর টাকা ফেরত পেতে মো: এহছান বাঁশখালী থানায় ৫ জুলাই ২৩৭ নং সাধারন ডায়েরী পুলিশের সহযোগিতা চাইলে পুলিশ তা ফেরত পেতে এ.এস.আই আবদুল খালেককে দায়িত্ব দেওয়া হলে তিনি সে টাকা উদ্ধার করে সোমবার রাতে এ টাকা গুলো বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দিন প্রবাসীর মা ও প্রবাসীর ভাই অটোরিক্সা চালক মো:এহছান এর হাতে তুলে দেন। এর আগেও বেশ কয়েকটি হারিয়ে যাওয়া মোবাইল আধুনিক তথ্য প্রযুক্তির সহযোগিতায় উদ্ধার করে দেয় বাঁশখালী থানা পুলিশ।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দিন বলেন, পুলিশ সব সময় জনগনের দু,সময়ে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তারই ধারাবাহিকতায় প্রবাসীর স্ত্রীর জন্য পাঠানো টাকা গুলো উদ্ধার করে তার হাতে তুলে দেওয়া এবং বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে দেওয়াসহ বহুমুখী কাজ করে বলে তিনি জানান।