মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসন নানা কর্মসুচী গ্রহন করেন। তার মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধবনি ও পুষ্পস্তবক অর্পণ,উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা,শান্তির পায়রা ও বেলুন উত্তোলন, বিভিন্ন বাহিনীর সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন। কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন অংশগ্রহন করে সালাম গ্রহন করেন সদস্য সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর। পরে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ‘ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্বে এবং সুবর্ণ জয়ন্তীতে দেশের উন্নয়ন’ বিষয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী। উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক এর সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন, মুক্তিযোদ্ধা অসিত কুমার সেন, তপন দত্ত, প্রমোধ বন্ধু চক্রবর্তী, সুখেন্দু বিকাশ ধর, নুরুল ইসলাম, মো: সেলোমান, আবদুল কাদের,মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.সমরঞ্জন বড়ুয়া, বক্তব্য প্রদান করেন। এ সময় বাঁশখালী থানার(ওসি তদন্ত)আজিজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শফিকুর রহমান মজুমদার,ডা: শ্যামলী দাশ, উপজেলা প্রকৌশলী মো: আশরাফুল ইসলাম ভুইঁয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ, উপজেলা সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী, শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: এনামুল করিম, আনসার বিডিপি কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কপিল উদ্দিন,বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম প্রমুখ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান,সাংবাদিক সহ উপস্থিত ছিলেন। অনুষ্টানে প্রধান অতিথি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ভাষন ছিল নিরস্ত্র ব্ঙ্গাালীর যুদ্ধ জয়ের প্রেরনা, সেই ভাষনের সুত্র ধরে বাঙ্গালী জাতি পেয়েছে স্বাধীনতা আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি আমরা। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা এদেশের গর্বিত সন্তান। তাদের আমরা সবসময় সন্মান ও শ্রদ্ধা করি, কিন্ত জিয়ার আমলে কিছু ব্যক্তি যুদ্ধ না করে মুক্তিযোদ্ধার সনদ নিয়ে ব্যবসা বানিজ্য করছে। প্রকৃত মুক্তিযোদ্ধারা অর্থ কষ্টে ও নানা সমস্যায় দিন যাপন করে আর ভুয়ারা অর্থবিত্তের মালিক হয়ে দেশে নানা ধরনের সমস্যার সৃষ্টি করে।তিনি প্রকৃত মুক্তিযোদ্ধাদের সন্মানে যে কোন প্রদক্ষেপ ও ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত আছে বলে আহবান জানিয়ে বলেন আমি আপনার পাশে থেকে কাজ করতে চাই। এদিকে বিকালে বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি বাঁশখালী শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয় ।