বাঁশখালীর চাঁনপুর বেলগাঁও চা বাগানে কর্মরত ২১১ চা শ্রমিকের পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ১০ লাখ ৫৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার চাঁনপুর বেলগাঁও চা বাগানের কার্যালয়ে বাঁশখালী উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে এসব আর্থিক সহায়তা প্রদান করা হয়। বাঁশখালী উপজেলা সমাজসেবা অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা (অ) মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী ।
এ সময় উপস্থিত ছিলেন, বাঁশখালী পুকুরিয়া চাঁনপুর বেলগাঁও চা বাগানে ব্যবস্থাপক আবুল বাশার সহ অন্যারা।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাঁশখালী উপজেলার চাঁদপুর -বেলগাঁও চা বাগানে কর্মরত ২১১টি চা শ্রমিক পরিবারকে ৫ হাজার টাকা করে মোট দশ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বিতরণ করা হয়। উল্লেখ্য বাঁ শখালী চাঁনপুর বেলগাঁও চা বাগানে সাত শতাধিক কর্মচারি নানা ভাবে কাজে নিয়োজিত রয়েছে ।