মহান প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বাঁশখালীর নয়টি বৌদ্ধ মন্দিরে বুদ্ধ পুজা,সীবলী পুজা, পঞ্চশীল অষ্টশীল গ্রহন.আলোকসজ্জা,আকাশ প্রদীপ উত্তোলন,সমাবেত প্রার্থনাও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল থেকে ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি বিকালে আলোচনাসভা ও আকাশ প্রদীপ উত্তোলন করা হয়। শীলকুপ জ্ঞানোদয় বিহারে আলোচনা সভা বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি শিক্ষাবিদ রাহুলপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্ব অনুষ্টিত আলোচনা সভাও পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে অর্থ মন্ত্রানালয়ের স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রাম(১৬) বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, এ সময় আলোচনায় অংশ নেন উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, প্রবীণ শিক্ষক (অব:) বগলা ভুষণ বড়ুয়া, সুব্রত বিকাশ বড়ুয়া,শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক প্রকাশ বড়ুয়া প্রমুখ। উপস্থিত ছিলেন ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুল করিম শরীফি,পৌরসভা আওয়ামী যুবলীগের আহবায়ক মো: হামিদ উল্লাহ, জাহাঙ্গীর আলম,কায়েস সরোয়ার সুমন,মিজান সিকদার,গিয়াস উদ্দিন চৌধুরী প্রমুখ। পরে বাঁশখালী কেন্দ্রীয় শীলকুপ চৈত্য বিহারে অধ্যক্ষ কর্মবীর দেবমিত্র মহাস্থবির আলোচনা সভা ও আকাশ প্রদীপ উত্তোলনে উপরোক্ত অতিথিরা উপস্থিত ছিলেন। একইভাবে জলদী ধর্মরত্ন বিহারে ভদন্ত ধর্মপাল মহাস্থবির এর সভাপতিত্বে ,দক্ষিণ জলদী বিবেকারাম বিহারে ভদন্ত তিলোকানন্দ মহাস্থবিরের এর সভাপতিত্বে, কাহারঘোনা মিনজিরীতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারে মৈত্রীজিৎ স্থবিরের এর সভাপতিত্বে, পুইছড়ি চন্দ্রজ্যেতি বিহারে ধর্মপাল স্থবিরের এর সভাপতিত্বে,উত্তর জলদী শ্মশানভ’মি প্রজ্ঞাদর্শন মেডিটেশন সেন্টারে ভদন্ত জ্ঞান ইন্দ্র ভিক্ষুর সভাপতিত্বে, জলদী ধর্মচক্র প্রগতি বিহারে ভদন্ত করুনানন্দ স্থবিরের সভাপতিত্বে,জলদী সার্বজননীন বোধি চৈত্য বিহারে মুদিতানন্দ ভিক্ষুর সভাপতিত্বে উপরোক্ত ধর্মীয় কার্যাদি প্রতিপালন করা হয়।
এদিকে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ বিহারে পরিদর্শন আকাশ প্রদীপ উত্তোলন কালে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে অর্থ মন্ত্রানালয়ের স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রাম(১৬) বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বৌদ্ধরা শান্তিপ্রিয় জাতি। তাদের প্রতিটি ধর্মীয় আচার অনুষ্টান আমাতে মোহিত করে।তিনি কোন ধরনের দ্বিধাদ্বন্দহীন ভাবে ধর্মীয় পালন করার আহবান জানান এবং প্রতিটি বৌদ্ধ বিহারে সিসি ক্যামরা ও টিউবওয়েল বসানোর ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন । পরে তিনি প্রতিটি বিহারের প্রধানের হাতে এমপির ব্যক্তিগত পক্ষ থেকে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।