বাঁশখালী রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে এক সমাবেশ গতকাল শনিবার সকালে বিদ্যালয়ে অনুষ্টিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও দাতা সদস্য, খানখানাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুস সবুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাকলিয়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক চৌধুরী,রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের স্বাগত বক্তব্যে সভায় অতিথি ছিলেন ও আলোচনায় অংশ নেন,আজিজুল হক চৌধুরী, মুরিদুল আলম, ডা: জানে আলম, ইউসুফ চৌধুরী, সরওয়ার চৌধুরী,মো: কামাল উদ্দিন, ফোরকান চৌধুরী, ইউপি সদস্য নিলুফার ইয়াছমিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। এক সময়ের অনুন্নত খানখানাবাদ রায়ছটা জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এ বিদ্যালয় প্রতিষ্টা করা হয়। আজ এ শিক্ষা প্রতিষ্টানের অনেক শিক্ষার্থী দেশের বিভিন্নস্থানে গুরুপ্তপুর্ণ দায়িত্বে থেকে অবদান রাখছে। শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের ভুমিকা অপরিসীম। তাই যে অভিভাবক যত বেশি সচেতন সে শিক্ষার্থী তত বেশি শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যায় বলে সভায় উল্লেখ করা হয়।