বাঁশখালী পৌরসভা নির্বাচন আগামী ১৬ জানুয়ারি অনুষ্টিত হবে। ইউভিএম প্রদ্ধতিতে অনুষ্টিত এ নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের প্রশিক্ষণ গতকাল মঙ্গলবার সকাল থেকে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্টিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা উপজেলা নির্বাচন অফিসার ও বাঁশখালী পৌরসভা সাধারণ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম,বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দিন এবং প্রশিক্ষক ছিলেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ কামরুল আলম সহ অন্যান্য সিনিয়র নির্বাচন কর্মকর্তা বৃন্দ।
প্রশিক্ষণে ১২ জন প্রিসাইডিং অফিসার, ৯২ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ১৮৩ জন পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহন করেন। প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং দের প্রশিক্ষণ দুই দিন ব্যাপী এবং পোলিং অফিসার দের এক দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে জানান উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ ফয়সাল আলম। তিনি আরো জানান বাঁশখালী পৌরসভা নির্বাচন সুষ্ট ও শান্তিপুর্ণ ভাবে সম্পাদনের জন্য কমিশনের পক্ষ থেকে সর্বাতœক ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে তিনি জানান।