বাঁশখালী বামের ছড়া ও ডানের ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ কমিটির নির্বাচন গতকাল শনবিার উত্তর চাম্বল সরকারি প্রাথমকি বিদ্যালয়ে অনুিষ্টত হয়। নির্বাচনে ১২টি দের মধ্যে সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক,চাম্বল ও মনকিচর ব্লকের ৪জন সদস্য বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়। বাকী কোষাধ্যক্ষ, জলদী ও শীলকুপ ব্লকের ৪ সদস্যের নির্বাচন অনুষ্টিত হয়। এতে কোষাধ্যক্ষ পদে মো: নবী হোসেন ৪১৩ ভোট পেয়ে জয়ী, নিকটতম প্রতিদ্বন্দি মোাহাম্মদ জাহাঙ্গীর আলম পায় ২৩৪ ভোট,এবং সদস্য পদে জলদী ব্লকে আবদুল মালেক ১৫৮ ভোট,ফজল করিম প্রঃফয়জে উল্লাহ ১৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়, শীলকুপ ব্লকে মোহাম্মদ আলমগীর ১০৭ ভোট,দিল মোহাম্মদ ২০৪ ভোট পেয়ে বিজয়ী হয়। এর আগে বিনা প্রতিদবন্দিতায় সভাপতি মুজবিুল হক চৌধুরী,সহ সভাপতি মোজাফ্ফর আহমদ,সাধারন সম্পাদক জয়নাল আবেদীন রিপন, সদস্য মনকচির ব্লকে ২জন মোহাম্মদ বেলাল উদ্দিন সিকদার,মাহাবুব রশিদ,চাম্বল ব্লকে ২জন মো: আছমত আলী,নাছির আহমদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়।
গতকাল নির্বাচনে বাঁশখালী উপজলো নির্বাহী র্কমর্কতা সাইদুজ্জামান চৌধুরী ,বাঁশখালী বামের ছড়া ও ডানের ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর নির্বাচন কমিটির সভাপতি উপজেলা প্রাণসিম্পদ র্কমর্কতা ড.সমরঞ্জন বড়ুয়া, সদস্য উপজলো সমবায় র্কমর্কতা গাজী ওমর ফারুক চৌধুরী ,সদস্য সহকারি শিক্ষা র্কমর্কতা সৈয়দ আবু সুফিয়ান দায়িত্ব পালন করেন। ভোট গ্রহন কালে সময় র্অন্তভক্তি কমিটির সদস্য উপজেলা শিক্ষা র্কমর্কতা মো:নুরুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকরে ম্যানজোর মো: শহীদুল ইসলাম, আইনশৃংখলা নিয়ন্ত্রনে বাঁশখালী থানার পুিলশ পরির্দশক তদন্ত আজজিুল ইসলাম, আলাওল ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস,চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, প্রাণি সম্পদ সম্প্রসারন র্কমর্কতা জুলকারনাইন শাওন ,উত্তর চাম্বল সরকারি প্রাথমকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ চৌধুরী সাংবাদিক কল্যাণ বড়ুয়া, মিজান বিন তাহের সহ দায়িত্বশীল র্কমর্কতারা এ সময় উপস্থিত ছিলেন। বাঁশখালী বামের ছড়া ও ডানের ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর ৮২৬ জন সদস্য রয়েছে।