জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসুচী গ্রহন করেন। অনুষ্টানের শুরুতে শেখ রাসেলের প্রতিকৃর্তিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে “জয় এসইটি সেন্টারের” ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এর আগে উপজেলা পরিষদের অভ্যান্তরে স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ উপজেলা সহকারি কমিশনার(ভুমি) মো: আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু সুফিয়ান এর সঞ্চালনায় এ সময় আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফা, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুধাংশু শেখর হালদার,উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ,ভেটেরিনারি সার্জন ডাঃ নাজমুল হক খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান, উপজেলা প্রোগ্রামার তনালিতা সরকার, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম রিশু কুমার ঘোষ, বাঁশখালী পৌরসভা কাউন্সিলর রোজিয়া সুলতানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের শেখ রাসেল বিষয়ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।