“সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে ৫২তম জাতীয় সমবায় দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
শনিবার সকালে র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য বাঁশখালীর সংসদ সদস্য ও বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। উপজেলা সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এবং আলোচনায় অংশ নেন বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল গফুর,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হারুন,মুক্তিযোদ্ধা আহমদ ছফা, প্রদীপ মিত্র চৌধুরী, মাওলানা বশির আহমদ, জাফর আহমদ, মাওলানা আকতার হোছাইন, মোঃওসমান গনি প্রমুখ।
প্রধান অতিথি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন,জাতির জনক যুদ্ধ বিধস্ত এ দেশের সমবায়ীকে জনগনকে সাথে নিয়ে দেশের উন্নয়ন ওঅগ্রযাত্রায় এগিয়ে নিয়েছেন। স্মার্ট বাংলাদেশ গঠনে সমবায়ীদের ভুমিকা অপরিসীম। তিনি ধংসাত্নক কাজ যারা করে তাদের প্রতিরোধ করতে হবে। তিনি আরো বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রা অভ্যাহত রাখতে সমবায় সমিতি গঠন করে গ্রামে গঞ্জে উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। এদেশের অগ্রযাত্রায় সমবায়ীরা নানা ভাবে ভুমিকা রেখেছে এবং রেখে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্টানে এলাকার উন্নয়নে নানা ভাবে অবদান রাখায় কয়েকটি সমবায় সমিতিকে ক্রেষ্ট দিয়ে অভিনন্দন জানানো হয়।